ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের উরুগুইয়ান ফরোয়ার্ড ডারউইন নুনেজ সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন। শনিবার দুই ক্লাবই তিন বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
যদিও আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি, তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, আল হিলাল নুনেজের জন্য লিভারপুলকে ৫৩ মিলিয়ন ইউরো (প্রায় ৬১.৬৯ মিলিয়ন ডলার) পরিশোধ করেছে। ইতিমধ্যে তিনি জার্মানিতে দলের প্রি-সিজন ক্যাম্পে যোগ দিয়েছেন।
২০২২ সালে বেনফিকা থেকে ৭৫ মিলিয়ন ইউরোতে লিভারপুলে আসা নুনেজ দুই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৩ ম্যাচে ৪০ গোল ও ২৬ অ্যাসিস্ট করেছিলেন। তবে গত মৌসুমে শিরোপা জয়ের দলে তিনি নিয়মিত ছিলেন না, লিগে মাত্র আট ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়ে পাঁচ গোল করেন।
নুনেজের বিদায়ে লিভারপুলের গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ৩০০ মিলিয়ন পাউন্ড ব্যয়ের অংশ মেটানো সহজ হবে। ক্লাবটি ইতিমধ্যেই জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভার্টজ ও ফরাসি ফরোয়ার্ড হুগো একিতিকেকে রেকর্ড অঙ্কে দলে নিয়েছে।
সিমোনে ইনজাগির কোচিংয়ে আল হিলাল গত মাসে ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইতিহাস গড়ে। এবারের মৌসুমে দলটি রেকর্ড-বর্ধিত ২০তম সৌদি প্রো লিগ শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। নুনেজের পাশাপাশি এসি মিলান থেকে ফরাসি ডিফেন্ডার থিও হার্নান্দেজকেও দলে নিয়েছে তারা।