স্পেনের ডিফেন্ডার ইনিগো মার্তিনেজ বার্সেলোনা ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন। রবিবার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।
৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে ফ্রি এজেন্ট হিসেবে দলে ভিড়িয়েছে জর্জ জেসুসের দল। ২০২৬ সাল পর্যন্ত আল নাসরের জার্সিতে খেলবেন তিনি।
এর আগে চলতি গ্রীষ্মে চেলসি থেকে পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সকে দলে টেনেছে সৌদি জায়ান্টরা।
গত মৌসুমে বার্সেলোনার হয়ে ঘরোয়া ট্রেবল জেতা মার্তিনেজ পেশাদার ক্যারিয়ার শুরু করেন রিয়াল সোসিয়েদাদে। ২০১৮ সালে যোগ দেন অ্যাথলেটিক বিলবাওতে এবং ২০২৩ সালে পাড়ি জমান কাতালান ক্লাবে। এখন পর্যন্ত স্পেন জাতীয় দলের হয়ে ৭১ ম্যাচ খেলেছেন তিনি।
ক্রিস্টিয়ানো রোনালদোর চুক্তি নবায়ন করার পর নতুন মৌসুমে শক্তি বাড়াচ্ছে আল নাসর। আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হবে দলটি।