ডান পায়ের হালকা পেশির চোটের কারণে সোমবার ভোরে অরলান্ডো সিটির বিপক্ষে ম্যাচে খেলবেন না ইন্টার মায়ামির সুপারস্টার লিওনেল মেসি। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ হাভিয়ের মাসচেরানো।
গত সপ্তাহে লিগস কাপের নেকাক্সার বিপক্ষে ম্যাচে এই চোট পান ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। যদিও তার চোট গুরুতর নয়, তবু ঝুঁকি এড়াতে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাসচেরানো বলেন, ‘লিও ঠিক আছে, কিন্তু সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থাকায় ঝুঁকি নেওয়া বোকামি হবে। আমরা আশাবাদী, সে দ্রুত ফিরবে।’
এই মৌসুমে এমএলএসে এখন পর্যন্ত ১৮ গোল করেছেন মেসি। যা ন্যাশভিল এসসির স্যাম সুররিজের সঙ্গে যৌথভাবে শীর্ষে।
এ ছাড়া তার ঝুলিতে রয়েছে ৯টি অ্যাসিস্ট।
অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচের পর আগামী শনিবার লস অ্যাঞ্জেলেস এফসিকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি। এরপর ২০ আগস্ট ফোর্ট লডারডেলে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে টাইগ্রেস ইউএএনএল।