অনেক দিন পর্দায় নেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের পর তাকে আর পাওয়া যায়নি। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র নতুন পর্বের অতিথি হিসেবে এসেছিলেন তিনি ও তার স্বামী রাঘব চাড্ডা। তবে এ অনুষ্ঠানটির শুটিংয়ে এসে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা।
পরিণীতির শাশুড়ি ওই শোর সেটে হঠাৎ অসুস্থবোধ করেন এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। গত বৃহস্পতিবার যখন তারা এ শোর বিশেষ পর্বের রেকর্ডিংয়ে অংশ নিচ্ছিলেন, সেই সময় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, শুটিং চলাকালীন আচমকাই রাঘব চাড্ডার মা অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে এখন তার শারীরিক অবস্থা ভালো। এ ঘটনায় কিছু সময়ের জন্য শুটিং বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় রেকর্ডিং শুরু হয়।
রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে একসঙ্গে এই শোতে দেখা যাবে তা আগেই প্রচার করায় এ পর্ব ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে এর মধ্যেই ঘটে যায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে স্বামী রাঘব চাড্ডার সম্পর্কে কথা বলতে গিয়ে পরিণীতি চোপড়া বলেন, ও দেখতে এত সুন্দর, সবাই প্রায়ই আমার সঙ্গে রসিকতা করে বলেন যে, ওর সিনেমায় অভিনয় করা উচিত।
উল্লেখ্য, ২০২৩ সালে রাঘব চাড্ডা ও পরিণীতি সাতপাকে বাঁধা পড়েন। এর পর থেকেই তাদের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়।