কয়েক সপ্তাহের আলোচনার পর অবশেষে মার্কাস রাশফোর্ডকে দলে টানতে যাচ্ছে বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মৌসুমব্যাপী ধারের চুক্তি প্রায় চূড়ান্ত করেছে কাতালান ক্লাবটি। মৌসুমের শেষে স্থায়ীভাবে চুক্তির সুযোগও থাকছে বার্সার হাতে।
স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোর খবরে জানা গেছে, ২৭ বছর বয়সী রাশফোর্ড রোববার অথবা সোমবার বার্সেলোনায় মেডিক্যাল সম্পন্ন করবেন।
এরপর মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে কাতালান ক্লাবের নতুন সদস্য হিসেবে উপস্থাপন করা হবে।
প্রথম ধাপে লোন চুক্তিতে বার্সায় যাচ্ছেন রাশফোর্ড। তবে এতে একটি উল্লেখযোগ্য শর্ত রয়েছে। স্পোর্ট জানিয়েছে, বার্সেলোনা চাইলে আগামী গ্রীষ্মে মাত্র ৩৫ মিলিয়ন ইউরোতে তাকে স্থায়ীভাবে দলে টানতে পারবে।
বর্তমান ট্রান্সফার মার্কেটের প্রেক্ষাপটে এই অঙ্ককে একেবারেই সমস্যার মনে করছে না বার্সা।
এই চুক্তির অধীনে পুরো মৌসুমে রাশফোর্ডের বেতন বার্সেলোনাকেই দিতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেড এতে কোনো অর্থ দিচ্ছে না। তবে রাশফোর্ড নিজেই এই চুক্তিকে সহজ করে দিয়েছেন।
তিনি নিজের বাৎসরিক ১৮ মিলিয়ন ইউরো বেতনের ৩০ শতাংশ ছাড় দিয়ে একরকম স্বপ্ন পূরণের পথ খুলে দিয়েছেন।
সূত্র জানিয়েছে, র্যাশফোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি শুধু বার্সেলোনাতেই যেতে চান। যদিও বার্সেলোনার প্রথম পছন্দ ছিলেন না তিনি। লিভারপুলের দাবি করা মোটা অঙ্কের ট্রান্সফার ফির কারণে লুইস দিয়াজকে দলে ভেড়ানোর চেষ্টায় ব্যর্থ হওয়ার পর দ্রুত রাশফোর্ডকে নিয়ে চুক্তিতে পৌঁছায় বার্সেলোনা।
ইউনাইটেডে রাশফোর্ড বছরে প্রায় ১৮ মিলিয়ন ইউরো উপার্জন করতেন।
বার্সেলোনায় আসার পর তার বাৎসরিক বেতন হবে প্রায় ১০ মিলিয়ন ইউরো।
লা লিগার নতুন মৌসুম শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। তার আগেই রাশফোর্ডকে নিবন্ধন করতে চায় বার্সেলোনা। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে বার্সার জার্সিতে মাঠে দেখা যেতে পারে তাকে।