ভারতের পেহেলগামকাণ্ডে বেশ সরব হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এবার ভারতীয় নিহত সেনাদের স্ত্রীদের জন্য বড় পদক্ষেপ নিলেন তিনি। যে সেনারা নিহত হয়েছেন তাদের স্ত্রীদের কল্যাণের জন্য এক কোটি টাকা দান করলেন অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদেন বলা হয়, আইপিএলে পাঞ্জাব কিংসের সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) কর্মসূচি হিসেবে এই পদক্ষেপ নিয়েছেন প্রীতি।
শনিবার জয়পুরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে সেনাদের আত্মত্যাগ নিয়ে কথা বলেন প্রীতি।
প্রীতি বলেন, ‘আমাদের সেনাবাহিনীর সাহসী পরিবারের জন্য কিছু করতে পারা আমার কাছে সম্মানের ও দায়িত্বের। তাদের ত্যাগের কোনো ক্ষতিপূরণ হয় না।
আমরা শুধু পরিবারের পাশে থাকতে পারি মাত্র।’
তার কথায়, ‘আমরা ভারতীয় সেনাবাহিনীর জন্য খুবই গর্বিত। সেনার পরিবারের মানুষ আরো বেশি শক্তিশালী ও সাহসী হন। দেশের জন্য যে মায়েরা নিজের ছেলেদের দিয়ে দেন, তাদের দেখেছেন? সেই স্ত্রীদের দেখেছেন যারা কখনোই নিজের স্বামীর মুখের হাসি আর দেখতে পাবেন না?’
‘সেই সন্তানদের দিতে তাকান, যারা কখনো তাদের বাবাদের দেখতে পাবেন না।
এটাই তাদের বাস্তবতা যার পরিবর্তন হবে না কোনো দিনই। তাদের জন্য তাই অনেক শুভ কামনা।’
অভিনেত্রী নিজেও সেনা পরিবারের মেয়ে। কিছুদিন আগেও একটি পোস্টে তিনি লেখেন, ‘আমি তো সেনা পরিবারের মেয়ে। তাই এসব ঘটনা আমার মনকে তীব্র ভাবে আঘাত করে।
তাই রক্ত ঝরলে আমি চুপ থাকতে পারি না।’