মুজাহিদের আপিল শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

SHARE

mujahidমানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিল শুনানি ৪র্থ দিনের মতো শেষ হয়েছে। আগামী সোমবার আপিলের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে মুজাহিদের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শিশর মনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

আদালত থেকে বের হয়ে অ্যাডভোকেট শিশির মনির জানান, আজ প্রসিকিউশনের সর্বশেষ সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তার জবানবন্দির অংশ ও আসামিপক্ষের একজন সাক্ষীর জবানবন্দির পাঠ করা হয়েছে। এছাড়া ট্রাইব্যুনালের দেওয়া রায়ের অংশ বিশেষ পাঠ করা হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল এবং ৪ ও ৫ মে তার বিরুদ্ধে দেওয়া রাষ্ট্রপক্ষের অন্যান্য সাক্ষীদের জবানবন্দি পড়ে শুনানো হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদের আইনজীবীরা।

২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রপক্ষের ৭ টি অভিযোগের মধ্যে ৫ টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।