চেলসি ফ্লাওয়ার শোতে রাজা-রানির সঙ্গে ডেভিড বেকহ্যাম

SHARE

যুক্তরাজ্যের রাজা চার্লস ও রানি ক্যামিলার সঙ্গে চেলসি ফ্লাওয়ার শো-তে প্রথমবারের মতো অংশ নিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। তরুণ প্রজন্মকে বাগান পরিচর্যায় উৎসাহ দিতে এই প্রচারণায় অংশ নিলেন ইংল্যান্ডের সাবেক এই ফুটবল তারকা।

বিশ্বখ্যাত চেলসি ফ্লাওয়ার শো-তে বেকহ্যামের কোটের বাটনে শোভা পায় রাজা চার্লসের প্রতি উৎসর্গ করে নাম দেয়া ‘দ্য কিংস রোজ’ নামে এক নতুন গোলাপ। গোলাপটি গোলাপি ও সাদা রঙের মিশেলে তৈরি এবং এর সৌরভ ও সৌন্দর্য প্রশংসা কুড়িয়েছে রাজ পরিবারসহ দর্শনার্থীদের কাছে।

২০২৪ সাল থেকে দ্য কিং’স ফাউন্ডেশনের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করা বেকহ্যাম রাজা ও রানির সঙ্গে হাইগ্রোভের স্টলে দেখা করেন।

হাইগ্রোভের স্টলে থাকা ‘দ্য কিংস রোজ’ ফুলের জাত ডেভিড অস্টিন রোজেসের সঙ্গে রাজা চার্লসের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তৈরি। হাইগ্রোভের বাগানে গত তিন বছর ধরে এর পরিচর্যা করা হয়েছে।

রাজা নিজেও হাইগ্রোভের স্টলে গিয়ে ফুলটি কাছ থেকে দেখে ও শুঁকে বলেন, ‘এর সুঘ্রাণ আছে?’

জবাবে এই ফুলের বিশেষত্ব নিয়ে হাইগ্রোভের স্টল থেকে জানানো হয়, ৬০ হাজার চারা থেকে নির্বাচিত একটি গাছ থেকে এই জাত তৈরি করা হয়েছে।
যা তৈরি করতে ২০ জনের একটি দলের ১২ বছর সময় লেগেছে।

চেলসি ফ্লাওয়ার শো-তে রাজ পরিবারের আরও অনেক সদস্য অংশ নেন, যাদের মধ্যে ছিলেন ডিউক অব এডিনবরা, প্রিন্সেস মাইকেল অব কেন্ট, প্রিন্সেস বিয়াট্রিস এবং রানির মেয়ে লরা লোপেস।

বেকহ্যাম এখন রাজ পরিবারের ঘনিষ্ঠ একজন। গত ডিসেম্বরে তিনি এবং তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম রাজা-রানির সঙ্গে বাকিংহাম প্যালেসে কাতারের শাসকের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে উপস্থিত ছিলেন।

এর পর ফেব্রুয়ারিতে হাইগ্রোভে আয়োজিত একটি নৈশভোজেও তারা অংশ নেন। মার্চে রানির উদ্যোগে আয়োজিত ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড’ ইভেন্টেও ভিক্টোরিয়া আমন্ত্রিত হন।