বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অফিসিয়াল ফুটবল পার্টনার পেল বাফুফে

SHARE

হামজা দলে যোগ দেওয়ার পর বাফুফে পেয়েছে কিট স্পন্সর। এবার নতুন করে জাপানের এক ফুটবল প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। ফুটবল প্রস্তুতকারী জাপানি প্রতিষ্ঠান মল্টেন কর্পোরেশনের সাথে ৩ বছরের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত অফিসিয়াল ফুটবল পার্টনার পেল বাফুফে। তিন বছরের চুক্তিতে ২ হাজার ফুটবল কিনে নেবে ফুটবল ফেডারেশন। অতিরিক্ত দুই হাজার ফুটবল বিনামূল্যে দেবে মলটেন।

সোমবার (১৯ মে) বিকালে বাফুফে ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে মল্টেন কর্পোরেশনের সাথে ফেডারেশনের চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী, মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপী) ও ফাহাদ করিম। মল্টেন কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়ান গ্রুপ লিডার তাকাশি ওজাকি।

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বদলে যাচ্ছে দেশের সবকিছু। তারই ধারাবাহিকতায় বদলের হাওয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল, কাজী সালাউদ্দিনের স্থলাভিষিক্ত হয়ে একের পর এক চমক দিয়েই যাচ্ছেন নতুন এই সভাপতি। এই কয়েক দিনের ব্যবধানেই তিনি দলে ভিড়িয়েছেন দেশের বাইরে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত তিন খেলোয়াড়কে।

বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ, সেই লিগে খেলা হামজা চৌধুরীকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ। গত মার্চে ভারতের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে তার অভিষেকও হয়ে গেছে। সে ম্যাচে হয়তো ইতালির লিগে খেলা ফাহমিদুলেরও অভিষেক হয়ে যেতো পারতো।