যুক্তরাজ্যের লন্ডনে স্থানীয় সময় রোববার (মে ১৮) আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারের রহমান এসব কথা বলেন।
অনুষ্ঠানে দেশ গঠনে ঐক্য, গণতন্ত্রের বিকাশ, এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, দল-মত নির্বিশেষে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। এছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম।