সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক সম্মেলন। আরব লিগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার (১৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।
তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, আরব লিগের সহকারী মহাসচিব হুসাম জাকি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া নিয়ে সম্মেলনটি ১৭ থেকে ২০ জুন অনুষ্ঠিত হবে, যার সহ-সভাপতিত্ব করবে সৌদি আরব ও ফ্রান্স।’
তবে সম্মেলনের স্থান সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।
এই ঘোষণাটি এসেছে এমন এক সময়ে, যখন গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু।
জাকি আরো বলেন, ‘এই সম্মেলনের মূল লক্ষ্য হলো জাতিসংঘের সাধারণ পরিষদের পূর্ববর্তী একটি প্রস্তাব বাস্তবায়ন এবং প্যালেস্টাইন-ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধান প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। পাশাপাশি সম্মেলনে প্যালেস্টাইন রাষ্ট্র বাস্তবায়নের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকগুলো গভীরভাবে পর্যালোচনা করা হবে।
’
তিনি জানান, ‘এই সম্মেলন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্তৃত পরিসরের, যেখানে ফিলিস্তিনের বিষয়টি সকল দিক থেকে আলোচিত হবে।’
জাকি আশা প্রকাশ করেন, সম্মেলনে অংশ নেয়া দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যা আন্তর্জাতিক রাজনীতিতে ‘উল্লেখযোগ্য প্রভাব’ ফেলবে।
উল্লেখ্য, গত এপ্রিলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছিলেন, কয়েক মাসের মধ্যেই ফ্রান্স প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে পারে এবং এটি জুন মাসে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সম্মেলনের সময়ও ঘটতে পারে।