২৫ বছর পর আবারও প্রেক্ষাগৃহে আসছে ‘ধাড়কান’

SHARE

ত্রিভুজ প্রেমের কাহিনী নির্মিত ‘ধাড়কান’ মুক্তি পেয়েছিল ২০০০ সালে। সিনেমার গল্প থেকে গান যার সবকিছুই ছিল ইউনিক। যে প্রেমের গল্পে মুগ্ধ হয়েছিলেন দর্শক, সিনেমাটি পেয়েছিল তুমুল জনপ্রিয়তা।

অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং শিল্পা শেঠির সেই অনবদ্য প্রেম কাহিনী ২৫ বছর পর আবারও বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।
ফের আরও একবার নস্টালজিয়ায় ভাসতে চলেছেন দর্শকরা।

জানা গেছে, আগামী ২৩ মে ধর্মেশ দর্শন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে। আবারও বড় পর্দায় ফুটে উঠবে অঞ্জলি দেব এবং রামের সেই অনবদ্য পাগল করা প্রেমের কাহিনী। আবারও শুনতে পাওয়া যাবে সেই মনমুগ্ধকর গানগুলি।

কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে অক্ষয় কুমার এবং শিল্পা শেঠিকে একসঙ্গে স্টেজ শেয়ার করতে দেখা যায়। বহুদিন পর পছন্দের তারকাদের হাসিমুখে একে অপরের সঙ্গে স্টেজ শেয়ার করতে দেখে বেশ খুশি হয়েছিলেন ভক্তরা, এবার পালা বড় পর্দার।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’, সামনে তাকে ‘ভূত বাংলা’ এবং ‘হাউসফুল ৫’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। অন্যদিকে সুনীল শেঠি ‘কেশরী বীর’ ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন।
তবে শিল্পা এখন শুধুই ব্যস্ত নিজের সংসার এবং সন্তানদের নিয়ে।

parallax ad