একাদশে ফিরেই রেকর্ড গড়লেন রিশাদ

SHARE

টানা তিন ম্যাচ বেঞ্চে থাকার পর অবশেষে একাদশে জায়গা পেলেন রিশাদ হোসেন। করাচি কিংসের বিপক্ষে গতকাল সুযোগ পেয়েই চমৎকার বোলিং করেন এই লেগ স্পিনার। তবে তার ভালো পারফরম্যান্স সত্ত্বেও জয় পায়নি লাহোর কালান্দার্স।

রিশাদ ৩ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট।
আপাতদৃষ্টিতে ইকোনমি একটু বেশি মনে হলেও, ম্যাচের প্রেক্ষাপটে যেখানে অধিকাংশ বোলারই রান খরচে ছিলেন উদার, সে তুলনায় কম-ই বলা যায়।

লাহোর বালান্দার্স ১৫ ওভারে ৮ উইকেটে ১৬০ রান তোলার পর নামে বৃষ্টি। ক্রিজে থাকা রিশাদ তখন ১ বলে শূন্য রানে অপরাজিত। বৃষ্টি থামার পর রিশাদরা আর ব্যাটিংয়ে নামতে পারেনি।
তাতে ১৫ ওভারে করাচির লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রান।

রিশাদ যখন বোলিংয়ে আসেন, তখন করাচি কিংস ৬ ওভারে ২ উইকেটে ৬৮ রান তুলে চাপে ফেলেছিল লাহোর কালান্দার্সকে। এমন পরিস্থিতিতে দুর্দান্ত শুরু করেন রিশাদ—নিজের প্রথম ওভারে মাত্র ৭ রান দিয়ে জেমস ভিন্সকে শিকার করেন। তবে দ্বিতীয় ওভারে এক চার ও এক ছক্কায় দেন ১৩ রান।
শেষ ওভারে আরও ৮ রান দিলে তিন ওভারে তার বোলিং ফিগার দাঁড়ায় ২৮ রানে ১ উইকেট।

রিশাদের বোলিং কোটা শেষ হওয়ার পর করাচির প্রয়োজন ছিল শেষ ৪ ওভারে ৫৮ রান। ইরফান খান ও মোহাম্মদ নবীর দুর্দান্ত ব্যাটিংয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে করাচি, হাতে ছিল তখনও ৩ বল। ইরফান খান ২১ বলে ৫টি ছক্কার সাহায্যে অপরাজিত ৪৮ রান করেন। আর মোহাম্মদ নবী ৮ বলে ১৫ রান করে আউট হন।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ এক রেকর্ড গড়েছেন রিশাদ হোসেন। টুর্নামেন্টের ইতিহাসে বাংলাদেশের বোলারদের মধ্যে এখন সবচেয়ে বেশি উইকেট তার দখলে। করাচি কিংসের বিপক্ষে ১ উইকেট শিকার করে রিশাদের মোট উইকেটসংখ্যা দাঁড়ায় ৯-এ। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে, হয়ে ওঠেন পিএসএলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি।