সংস্কার ও উন্নয়নমূলক কাজে নিরাপত্তা বেষ্টনী দিতে হবে : ডিএনসিসি প্রশাসক

SHARE

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় সকল প্রকার সংস্কার ও উন্নয়নমূলক কাজে নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণ কাজের ঠিকাদারদের নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, সংস্কার ও উন্নয়ন কাজের কারণে জনদুর্ভোগ ও পরিবেশ দূষণ হতে পারে। তা কমাতে কাজের জায়গা চট দিয়ে ঢেকে দিতে হবে। সেখানে সাইনবোর্ড থাকতে হবে।
ঠিকাদারের পরিচয়, কাজ শুরু-শেষের তারিখ এবং যোগাযোগের ঠিকানা থাকতে হবে ওই সাইনবোর্ডে।

আজ রবিবার (৪ মে) ডিএনসিসির উন্নয়নমূলক কাজের অগ্রগতি, গুণগতমান, গতিশীলতা নিশ্চিতকরণ সংক্রান্ত সভায় ঠিকাদারদের উপস্থিতিতে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ এজাজ বলেন, সংস্কার ও উন্নয়নমূলক কাজের গুণগতমান নিশ্চিত করতে হবে। গুণগতমান যাচাইয়ের পরেই বিল দেওয়া হবে।

তিনি আরো বলেন, ডিএনসিসি কাজ বা বিল পেতে কোনোরূপ দুর্নীতির প্রশ্রয় দেয় না। ঠিকাদার বা কর্মকর্তা কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনারেল মো. মঈন উদ্দিন, ডিএনসিসির অন্য কর্মকর্তারা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।