উত্তরসূরির প্রশ্নে যা বললেন পুতিন

SHARE

জোসেফ স্টালিনের পর সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্রেমলিনের শাসনকর্তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি সব সময় উত্তরসূরি নিয়ে ভাবেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে একাধিক প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।

সাবেক কেজিবি লেফটেন্যান্ট কর্নেল পুতিন ১৯৯৯ সালের শেষ দিনে বরিস ইয়েলৎসিনের কাছ থেকে দায়িত্ব পান। তিনি ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে, এরপর ২০১২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং তারপর আবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে রবিবার প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে এই মন্তব্য করেন পুতিন। ‘রাশিয়া, ক্রেমলিন, পুতিন—২৫ বছর’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রে তার ২৫ বছরের শাসনের পথচলার চিত্র তুলে ধরা হয়।

প্রশাসনের উত্তরসূরি নিয়ে তিনি ভাবেন কি না—এমন প্রশ্নের জবাবে ৭২ বছর বয়সী পুতিন বলেন, ‘আমি সব সময় এটা নিয়ে ভাবি।’

তিনি আরো বলেন, ‘শেষ পর্যন্ত সিদ্ধান্তটা রুশ জনগণের।
আমি মনে করি, একজন নয়, একাধিক ব্যক্তিকে সামনে আসা উচিত, যাতে জনগণের সামনে বিকল্প থাকে।’

বর্তমানে পুতিনের কোনো স্পষ্ট উত্তরসূরি নেই। তবে রুশ সংবিধান অনুযায়ী, কোনো কারণে প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে প্রধানমন্ত্রীর হাতে প্রেসিডেন্টের ক্ষমতা অস্থায়ীভাবে যাবে। বর্তমানে মিখাইল মিশুস্তিন রুশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।