রিয়াল মাদ্রিদ অধ্যায় শুধু নয়, ক্লাব অধ্যায়েরই ইতি টেনে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আনচেলোত্তি। আগামী জুনে বিশ্বকাপ বাছাইয়েই সেলেসাওদের ডাগআউটে দেখা যাবে ক্লাব ফুটবলের সবচেয়ে সফল এ কোচকে। একমাত্র কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা আনচেলোত্তি এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন।
গত মাসে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পরই দোরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল।
তাঁর আগেই অবশ্য আনচেলোত্তির ব্রাজিলে নাম লেখানোর কথা ছিল। তবে শেষ পর্যন্ত সেই চুক্তিটি ভেস্তে যাওয়ায় এই ইতালিয়ান থেকে যান রিয়ালেই।
কিন্তু এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালের বিদায়, কোপা দেলরের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর রিয়ালের সঙ্গে সেই সম্পর্কেরও ইতি ঘটতে যাচ্ছে তাঁর। রিয়ালের নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে জাবি আলন্সোর নাম।