সৃজিতের জীবনে নতুন প্রেম! সত্য সামনে আনলেন নির্মাতা

SHARE

গত সপ্তাহেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। এখন তিনি পুরোপুরি সুস্থ। তবে অসুস্থতা কাটিয়ে উঠতে না উঠতেই নতুন প্রেমের সম্পর্ক নিয়ে খবরের শিরোনাম হয়েছেন সৃজিত। শোনা যাচ্ছে, অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে প্রেমে মজেছেন এই নির্মাতা!

টলিউডের অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছে, সৃজিতের সঙ্গে এক বিদেশিনী অভিনেত্রীর ঘনিষ্ঠতা বেড়েছে।
সেই বিদেশিনি হলেন আলেকজান্দ্রা টেলর। টলিউডের খুবই চেনা মুখ আলেকজান্দ্রা। অনেক বাংলা ছবিতেই তাকে দেখা গেছে। সম্প্রতি তাদের দুজনকে এক ফিল্মি পার্টিতে দেখা গেছে একসঙ্গে।
তারপর থেকে জল্পনা আরও তুঙ্গে।

সোশ্যাল মিডিয়ায় সৃজিত-আলেকজান্দ্রার একটি ভিডিও ভাইরাল হয়েছে । কিলবিল সোসাইটির প্রিমিয়ারে আলেকজান্দ্রা ও সৃজিতকে কথা বলতে দেখা যায়। আর সেখান থেকেই নেটিজেনদের একাংশের ধারণা, তাদের মধ্যে কিছু একটা চলছে।
সৃজিত নতুন করে বিদেশিনীর প্রেমে পড়েছেন। ব্যস, গুঞ্জন বাতাসের বেগে ছড়াতে শুরু করে। অবশেষে সেই গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন সৃজিত।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে নির্মাতা জানিয়েছেন, প্রেম নয়, আলেকজান্দ্রা খুব ভালো বন্ধু। সৃজিত বলেন, ‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুবই ভালো বন্ধু।
ও অসম্ভব শিক্ষিত। আমরা দু’জনেই সাপ ভালোবাসি। সে একটা পেট শপে আগে কাজও করেছে।’

নতুন সিনেমায় আলেকজান্দ্রাকে যুক্ত করার বিষয়ে সৃজিত জানালেন, অনেক বিষয় নিয়ে আলেকজান্দ্রার সঙ্গে আলোচনা হচ্ছে। তবে এখনও আলেকজান্দ্রার জন্য কোনও চরিত্র ভাবেননি তিনি।

সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছিল, সৃজিত এবং মিথিলার বিবাহবিচ্ছেদ হয়েছে। তারা আর একসঙ্গে থাকেন না। যদিও সে কথা প্রকাশ্যে দুজনের কেউই স্বীকার করেননি। পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এবার নতুন প্রেমের গুজবকেও উড়িয়ে দিলেন সৃজিত।