লা লিগায় শিরোপার লড়াইয়ে আবারও উত্তেজনা ছড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। তরুণ তারকা আর্দা গুলেরের একমাত্র গোলে গেতাফেকে ১-০ ব্যবধানে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে এনেছে লস ব্লাঙ্কোরা।
গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর চাপের মুখে পড়া রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটি ছিল প্রমাণের মঞ্চ। কার্লো আনচেলত্তির দল চাপ সামলে নিয়ন্ত্রিত পারফরম্যান্সে তুলে নেয় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।
ম্যাচের ২১তম মিনিটে গুলেরের জোরালো শট গেতাফের গোলরক্ষক সোরিয়ার হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়। ম্যাচে রিয়াল একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে গেতাফেও কয়েকবার আক্রমণে ওঠে, কিন্তু থিবো কোর্তোয়ার দুর্দান্ত সেভে তারা গোল বঞ্চিত হয়।
আসন্ন কোপা দেল রে ফাইনালের কথা মাথায় রেখে রিয়াল মাদ্রিদের একাদশে ছয়টি পরিবর্তন আনেন কোচ কার্লো আনচেলত্তি।
কার্ড নিষেধাজ্ঞার কারণে কিলিয়ান এমবাপ্পে আগে থেকেই অনুপস্থিত ছিলেন। এদিন বেঞ্চে রাখা হয় জুড বেলিংহাম ও রদ্রিগোকেও। এছাড়াও একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ লুকা মড্রিচ, অ্যান্তোনিও রুডিগার ও এদুয়ার্দো কামাভিঙ্গার। তাদের জায়গায় শুরু থেকে মাঠে নামেন তিন তরুণ প্রতিভা—এন্ড্রিক, আর্দা গুলের ও ব্রাহিম দিয়াজ।
ম্যাচের ৭৭তম মিনিটে হঠাৎ করেই খেলা কিছুক্ষণের জন্য থেমে যায়। রেফারি দুই দলের ম্যানেজার ও এক পুলিশ কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন। তার আগে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার চুয়োমেনি রেফারির দৃষ্টি আকর্ষণ করে কিছু অভিযোগ তোলেন। এরপর স্টেডিয়ামে ঘোষণা দিয়ে দর্শকদের বর্ণবাদী মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
শেষ পর্যন্ত আর্দা গুলেরের একমাত্র গোলে রিয়াল মাদ্রিদ মাঠ ছাড়ে স্বস্তির জয় নিয়ে।
এই জয়ে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান এখন মাত্র চার পয়েন্ট, বাকি আছে পাঁচটি ম্যাচ। সামনে ১১ মে এল ক্লাসিকো –যা শিরোপার ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। এর আগে সেভিয়ার মাঠে আগামী শনিবার কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা।
ম্যাচ শেষে মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি বলেন, ‘আজকের লক্ষ্য ছিল তিন পয়েন্ট নিশ্চিত করা, আর সেটা আমরা করতে পেরেছি।প্রথমার্ধে দল দারুণ খেলেছে। তবে দ্বিতীয়ার্ধে একটু ভুগতে হয়েছে, কারণ গেতাফে তখন আমাদের উপর বেশি চাপ সৃষ্টি করে। ফলে বলের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল।’