পাকিস্তানিদের বিশেষ ভিসা সুবিধা বাতিল দিল্লির, ভারত ছাড়ার নির্দেশ

SHARE

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার পর পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ পোগ্রাম বাতিল করেছে ভারত। ২৩ এপ্রিল, বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়, যার মধ্যে অন্যতম হলো পাকিস্তানের সঙ্গে পুরোনো সিন্ধু নদের পানি চুক্তি বাতিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, সার্ক ভিসা ছাড় পোগ্রামের আওতায় পাকিস্তানি নাগরিকরা আর ভারতে প্রবেশ করতে পারবে না। যাদের ইতোমধ্যে এই ভিসা দেওয়া হয়েছে, সেগুলো বাতিল বলে গণ্য হবে। এছাড়া যেসব পাকিস্তানি নাগরিক এই ভিসা নিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে, দুই দেশের মধ্যকার আত্তারি নিরাপত্তা চৌকিও তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

জম্মু-কাশ্মিরে হামলার ঘটনায় নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে—এমন পূর্বাভাস দিয়েছিলেন একাধিক বিশ্লেষক। ভারতের অভিযোগ, কাশ্মিরে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য পাকিস্তান বিদ্রোহীদের সহায়তা করে, যদিও ইসলামাবাদ বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

নয়াদিল্লিভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিস (সিএলএডব্লিউএস)-এর পরিচালক তারা কর্থা বলেছেন, “এটি যুদ্ধের একটি কাজ। আমরা বিষয়টিকে এখন সেভাবেই দেখছি।” তার এমন মন্তব্যের কিছু সময় পরই ভারত সরকার সিন্ধু চুক্তি ও ভিসা ছাড় পোগ্রাম বাতিলের মতো সিদ্ধান্ত গ্রহণ করে।