রানের বন্যা বইয়ে টেস্টে ফিরলেন বিজয়

SHARE

সিলেট টেস্ট শেষ হতে না হতেই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম টেস্টের ১৫ সদস্যের স্কোয়াডে নতুন করে দুজন খেলোয়াড়কে দলে ডেকেছে বাংলাদেশ। সেই দুজন হচ্ছেন এনামুল হক বিজয় ও তানভির ইসলাম। বাদ পড়েছেন জাকির হাসান ও নাহিদ রানা।

ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে আছেন বিজয়। বলা ভালো রানের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। টুর্নামেন্টে ১৪ ম্যাচে ৮৭৪ রান করে শীর্ষে আছেন উইকেটরক্ষক-ব্যাটার। সেঞ্চুরি করেছেন ৪ টি।
যার সর্বশেষটি আজ আবাহনী লিমিটেডের বিপক্ষে করেছেন। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। সেই হতাশা অবশ্য দ্রুতই ভুলে যাওয়ার রসদ পেলেন গাজী গ্রুপ ক্রিকেটার্স ক্লাবের অধিনায়ক।

ডিপিএলের দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই যে দলে ডাক পেয়েছেন বিজয়।
এতে প্রায় দীর্ঘ তিন বছর পর আবারো টেস্টে ডাক পেলেন ৩২ বছর বয়সী ব্যাটার। সর্বশেষ ২০২২ সালে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

অন্যদিকে তানভির দলে জায়গা পেয়েছেন নাহিদ রানার বদলে। আগেই জানানো হয়েছিল দ্বিতীয় টেস্টে থাকবেন না এই পেসার। প্রথম টেস্ট শেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাবেন তিনি।
তারই জায়গায় অভিষেকের অপেক্ষায় সুযোগ পেলেন বাঁহাতি স্পিনার। এবারের ডিপিএলে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি।

আজ প্রথম টেস্টে চার দিনে জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে ১৭৪ রানের লক্ষ্য দিয়ে ৩ উইকেটের পরাজয় দেখেছেন নাজমুল হোসেন শান্তরা। এতে দুই টেস্টের সিরিজে সমতায় ফিরতে হলে আগামী ২৮ এপ্রিল শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে জিততেই হবে বাংলাদেশকে।

চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান।