জনগণ বোমা হামলাকারী, সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার দুপুরে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। খবর বাসসের।
হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংসদ এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘ভোটাধিকারের কথা বলে গত তিনমাসে অনেক মানুষ হত্যা করেছেন। আজকে আবার কোন মুখে নীরব ভোট বিপ্লবের কথা বললেন? কোন মুখে ভোট চাইলেন? জনগণ সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না।’
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ সালেহা খাতুন প্রমুখ।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আপনি (খালেদা) যখন বর্ষবরণের অনুষ্ঠানে বক্তব্য দিয়ে, সিটি নির্বাচনে নিজের দলের সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইলেন, তখনই আপনার পুত্রের বিরুদ্ধে রেডএলার্ট জারি করা হয়। এতে একটুও কি লজ্জাবোধ হয়নি আপনার? বিবেকে কি একটু খারাপ লাগেনি?’
তিনি বলেন, ‘মনে রাখবেন, বাংলাদেশের মানুষ রেডএলার্ট জারি হওয়া সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ বর্ষবরণ উদযাপনের মত ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে বাস করতে চায়।’
হানিফ বলেন, ‘তিনমাস গোটা জাতিকে অবরোধ করে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিলেন খালেদা জিয়া। আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হয়েছিল; কি কারণে সারা দেশে মানুষকে অগ্নিদগ্ধ করেছেন, হত্যা করেছেন?’