বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার গেজেট প্রকাশ করা যাবে কি না, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২২ এপ্রিল) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে এ চিঠি পাঠানো হয়। সম্প্রতি আদালত ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে রায় দিয়েছেন। রায়ের কপি গত সপ্তাহে ইসিতে আসার পর মন্ত্রণালয়ের মতামত চাইল ইসি।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আদালতের নির্দেশনার পর আইন মন্ত্রণালয়ের পরামর্শ প্রয়োজন। তাদের মতামত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনের ফল বাতিল করে বিএনপিদলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন আদালত। একই সঙ্গে ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে অবৈধ ঘোষণা করে সরকারের গেজেট বাতিল করেন আদালত।
২০২০ সালের ৩ মার্চ নির্বাচনে অনিয়ম ও দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন ইশরাক হোসেন। এ মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি এই সিটির নির্বাচন হয়েছিল। ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করে ইসি।
তাপস দায়িত্ব নিয়েছিলেন ২০২০ সালের ১৬ মে। অর্থাৎ এই সিটির মেয়াদ রয়েছে আগামী ১৫ মে পর্যন্ত।
তবে গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের আদালতের নির্দেশনায় বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করছেন বিএনপির নেতা শাহাদাত হোসেন।