জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা মেনেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করা হচ্ছে। রোজ আলোচনার বিষয়গুলো তাকে অবিহিত করা হচ্ছে। তিনি দিকনির্দেশনা দিচ্ছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন। গত রোববারের মূলতবি হওয়া বৈঠক আজ বেলা ১১টা থেকে আবারও শুরু হয়।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন নতুন প্রস্তাব এসেছে।
তিনি বলেন, আলোচনায় নতুন প্রস্তাব এসেছে। সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। কারণ এগুলো জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এসেছে কমিশনগুলোর কাছ থেকে।