বিটিভি এর লাইভে রানা মিয়া

SHARE

বাংলাদেশ টেলিভিশান প্রতিবছরের এর মত এবারও বাংলা নতুন বছর ১৪৩২ এর ১৪ এপ্রিল ২০২৫, ১ লা বৈশাখে নববর্ষ পালন করলো।

বাংলাদেশ টেলিভিশন সকাল ন’টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সরাসরি সম্প্রচার করেছিল তাদের বিশেষ অনুষ্ঠানমালা। ১লা বৈশাখের উপর ভিত্তি করে মনমুগ্ধকর দেশীয় নৃত্য, কবিতা আবৃত্তি ও গান দিয়ে সাজানো ছিল লাইভ অনুষ্ঠানটি। বাংলাদেশ টেলিভিশনের এই পহেলা বৈশাখের লাইভ অনুষ্ঠানটির সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর দায়িত্বে ছিলেন রানা মিয়া। তার সুচারু তত্ত্বাবধানে এবং নিখুঁত শব্দ ধারণ ছিল প্রশংসনীয়। লাইভ সাউন্ড ব্যালেন্সিং এ তিনি নৈপুণ্যতার স্বাক্ষর রেখেছেন ১৪ এপ্রিলের পহেলা বৈশাখের বিশেষ অনুষ্ঠানে । লাইভ চলাকালীন সময়ে রানা মিয়ার সাথে কথা বলে জানা গেল, তিনি দেশীয় প্যাড percution মিউজিকের পাশাপাশি সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ পারদর্শী । সুন্দর ভাবে সাউন্ডের যথাযথ ব্যালেন্স করাই তার প্রধান কাজ। তিনি এর আগেও বেশ কয়েকটি জাতীয় পর্যায়ের কাজে অংশগ্রহণ করেছিলেন। তার কাজের ক্ষেত্রগুলি ছিল, মহিলা অধিদপ্তর, নারী ও শিশু মন্ত্রণালয়, বাংলাদেশ শিশু একাডেমি, বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ইত্যাদি। প্রাইভেট টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ এর লাইভ সাউন্ড ব্রডকাস্টিং এর কাজ করেছেন বিভিন্ন ইভেন্টে । দেশীয় মিউজিকের পাশাপাশি সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর কাজটিও তার কাছে নেশার মতন। তিনি বলেন, ভালো কিছু কাজ করার প্রত্যাশায় আমার এ পথ চলা।