আফগানিস্তানের ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির হিন্দুকুশ এলাকায় প্রথমে ৬ দশমিক ৪ মাত্রা জানালেও, পরে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে বলে জানান। আজ বুধবার ভোরে এই ভূমিকম্পের আঘাত হানে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, আজ বুধবার ভোরে আফগানিস্তানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে।
এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২১ (৭৫ মাইল) কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল প্রায় ১লাখ ৮ হাজার জনসংখ্যার শহর বাঘলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে।
তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের জেরে দিল্লি ও এনসিআর এলাকায় কম্পন অনুভূতের খবর মিলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বহু বাসিন্দা জানিয়েছেন, তারা ভোরের দিকে কম্পন টের পেয়েছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
দক্ষিণ ও মধ্য এশিয়াজুড়ে সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্পের আঘাত হেনেছে। কয়েকদিন আগেই মায়ানমারে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প, যাতে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।
মঙ্গলবার রাতে তিব্বত ও বিকালে নেপালেও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র : রয়টার্স