২০২৫-২০২৯ মেয়াদের জন্য সুইডিশ ক্রিকেট বোর্ডের বোর্ড সদস্য ও সচিব হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কম্পিউটার বিজ্ঞানী ও প্রকৌশলী মো. আতিকুর রহমান। ৫ এপ্রিল সুইডেনের গোথেনবার্গে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত ভোটে তিনি বোর্ড সদস্য ও সচিব হিসেবে নির্বাচিত হন।
উপস্থিত ৮২ ভোটারের মধ্যে তারিক জুওয়াকের নেতৃত্বাধীন প্যানেল থেকে আতিকুর রহমান ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ৬৫ ভোট পেয়ে এই বিজয় লাভ করেন। এর আগে ২০২২ সালে প্রথম বাংলাদেশি-সুইডিশ নাগরিক হিসেবে সুইডিশ ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।
পুনরায় সচিব নির্বাচিত হয়ে আতিকুর রহমান বলেন, ‘পুনরায় নির্বাচিত হয়ে সুইডেনে ক্রিকেটকে আরো শক্তিশালী ও বিস্তৃত করতে আমরা সবাই মিলে কাজ করে যাব। এখানে ক্রিকেটের শিকড় দৃঢ়, এবং আমি এই খেলাটির আরো বিকাশ ও স্বীকৃতি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’
সুইডিশ ক্রিকেট বোর্ডের সভাপতি তারিক জুওয়াক বলেন, ‘আমরা আনন্দিত যে আতিকুর রহমান আবারও বোর্ড সদস্য হিসেবে আমাদের সঙ্গে থাকছেন। তিনি সুইডিশ ক্রিকেটের উন্নয়নে এক অসাধারণ অভিজ্ঞতা ও প্রতিশ্রুতি নিয়ে কাজ করছেন এবং ক্রিকেট সম্পর্কে তাঁর গভীর জ্ঞান আমাদের বোর্ডের কার্যক্রমকে আরো সমৃদ্ধ করবে।
’
উচ্চশিক্ষার জন্য ২০১০ সালে সুইডেনে যান আতিকুর। সেখানে ইউনিভার্সিটি অব বোরাস থেকে ইনফরমেটিকস বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি Borås Cricket Klubb-এর প্রতিষ্ঠাতা ও বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি লগজেন্ট গ্রুপের (Logent Group, Sweden) আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত।