অবশেষে সেঞ্চুরি হাঁকাল সালমানের সিনেমা

SHARE

অ্যাকশন সিনেমায় বরাবরই অপ্রতিরোধ্য সালমান খান। তবে এবার যেন নিজের অনুরাগীদের মনে জায়গা করতে পারল না ‘সিকান্দার’। ৭ দিন পর অবশেষে সেঞ্চুরি হাঁকিয়েছে তার সিনেমা, পার হলো ১০০ কোটির গণ্ডি।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘সিকান্দার’ মুক্তির ৮ম দিনে ৪.২৫ কোটি রুপি আয় করেছে এবং ৮ দিনে মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১০২ কোটি রুপি (নেট)।
সপ্তাহান্তে এই আয় কিছুটা বেড়েছে।

‘সিকান্দার’ ২৬ কোটি ওপেনিং দিয়ে মুক্তি পেয়েছিল, যা ভিকি কৌশলের ‘ছাবা’র (২০২৫-এর এখনও অবধি সবচেয়ে বড় হিট) ৩১ কোটি রুপির তুলনায় অনেক কম। প্রথম সপ্তাহের শেষে সালমানের সিনেমাটি ৯০.২৫ কোটি আয় করেছিল।

এদিকে, বিশ্বব্যাপী বক্স অফিসে ‘সিকান্দার’ ২০০ কোটির ক্লাবের দিকে এগিয়ে চলেছে।
‘সিকান্দার’-এর প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, ছবিটি মুক্তির ৭ দিনে বিশ্বব্যাপী ১৮৭.৮৪ কোটি রুপি (গ্রস) আয় করেছে।

সিকান্দার প্রথম দিন আয় করে ২৬ কোটি, ২য় দিন ২৯ কোটি, তৃতীয় দিন ১৯.৫ কোটি, চতুর্থ দিন ৯.৭৫ কোটি, পঞ্চম দিন ৬ কোটি, ষষ্ঠ দিন ৩.৫ কোটি, সপ্তম দিন ৪ কোটি, অষ্টম দিন ৪.৫০ কোটি (প্রাথমিক প্রতিবেদন) এবং মোট সংগ্রহ – ১০২.২৫ কোটি (প্রাথমিক প্রতিবেদন)।

এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’-এ সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়াও এই ছবিতে দেখা গেছে প্রতীক বাব্বার, সত্যরাজ, কাজল আগারওয়াল, শারমিন যোশি প্রমুখকে।