সবসময়ই আলোচনায় তিনি। তবে যতোটা না কাজে, তারচেয়ে বেশি শরীর প্রদর্শনের পাগলামির জন্য। আর এসব কারণেই প্রতিবাদের মুখে পড়লেন মার্কিন এই অভিনেত্রী।
জানা গেছে, কিমকে যারা অপছন্দ করেন, তারা মোটামুটি বিপ্লব ঘটাতে নেমে পড়েছেন! বিভিন্ন স্টুডিও-রেস্তোরাঁয় ‘নো কারদাশিয়ান পার্কিং এনিটাইম’ লেখা হোল্ডিং প্ল্যাকার্ড দেখা যাচ্ছে প্রায়ই।
নিন্দুকদের মন্তব্য, কিম আহামরি তেমন কোনো কাজই করতে পারেননি এখনও। এতেই তাকে নিয়ে এতো মাতামাতি। এই মাতামাতিকে মেনে নিতে না পেরেই একদল নিন্দুক প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন।
নিন্দুকদের হয়ে সাইনবোর্ডগুলো তৈরি করেছেন প্লাস্টিক জেসাস। এটা তার ছদ্মনাম। এই মানুষটি নিজেও বেশ জনপ্রিয়। লস অ্যাঞ্জেলেসের পথে পথে ব্যানার আর ছবি এঁকে দিন কাটে তার।
অস্কার অনুষ্ঠানে হলিউডের মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিশালাকার এক ছাপচিত্র বসিয়েছিলেন তিনি। এতে দেখা গেছে, অস্কার মূর্তিটি মাটিতে ঝুঁকে মাদক নিচ্ছে।
তবে এসব প্রতিবাদের ব্যাপারে এখনও মুখ খুলেন নি কিম কারদাশিয়ান।