চরম ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডে সিরিজও হারল পাকিস্তান

SHARE

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও হারল পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের ২৯২ রান তাড়া করতে নেমে ৯ রান তুলতেই নেই পাকিস্তানের তিন উইকেট। সেখান থেকে ৩২ রানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে রিজওয়ানের দল। তবে পাকিস্তান যে ২০৮ রান পর্যন্ত তাদের স্কোর নিতে পেরেছে সেটি মূলত ফাহিম আশরাফ ও নাসিম শাহর কল্যানে।
দুজনের ফিফটিতে হারের ব্যবধান কমাতে পারলেও সিরিজ আর বাঁচাতে পারেনি পাকিস্তান।

হ্যামিলটনে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড জিতেছে ৮৪ রানের বড় ব্যবধানে। নেপিয়ারে প্রথম ম্যাচ ৭৩ রানে জেতার পর আজকের ম্যাচেও ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজও নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তান অলআউট হয়েছে ৪১.২ ওভারে ২০৮ রানে।
২৯৩ রানের বড় রান তাড়ায় শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ৯ রানের মধ্যে হারায় আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক ও বাবর আজমের উইকেট। বিপদ আরো বাড়ে ৩২ রানের মধ্যে অধিনায়ক রিজওয়ান ও সালমান আগাকে হারালে। এর পরেই ব্যাটিংয়ে আসেন ফাহিম আশরাফ।
তাইব তাহিরকে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করলেও ১৩ রান করে ফিরেন তাহির। মোহাম্মদ ওয়াসিমও সঙ্গ দিতে পারেননি ফাহিমকে। ৭২ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর হারিস রউফ, আকিব জাভেদ ও নাসিম শাহকে নিয়ে ১০২ রান তুলেন ফাহিম। নবম উইকেট হিসেবে ৭৩ রান করে যখন এই অলরাউন্ডার আউট হন তখন দলীয় রান ১৭৪। সেখান থেকে শেষ উইকেট জুটিতে দলকে দুই শ পারে করেন মূলত নাসিম শাহ।
৪৪ বলে ৫১ রান করেন এই বোলার।

পাকিস্তানকে গুঁড়িয়ে ৫৯ রানে ৫ উইকেট নিয়ে কিউদের সেরা বোলার সিয়ার্স।

সেডন পার্কে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড ৬ ওভারে ৫৪ তোলার পর পথ হারায়। ১৩২ রানে পড়ে যায় ৫ উইকেট। এরপর মোহাম্মদ আব্বাস-হেয় মিলে গড়েন জুটি। ৮০ বলে ৭৭ রানের জুটি খেলায় ফেরায় স্বাগতিক দলকে। ৭৮ বলে ৯৯ রানে অপরাজিত ছিলেন মিচেল হে। মুহাম্মদ আব্বাস খেলেন ৬৬ বলে ৪১ রানের ইনিংস। টেল এন্ডারদের নিয়ে নিউজিল্যান্ডকে তিনশোর কাছে নিয়ে যান হেয়। শেষ বলে সেঞ্চুরি পেতে তার দরকার ছিলো ৫ রান, ছক্কা মারতে চেয়েছিলেন, ৪ হয়ে তিনি থামেন ৯৯ রানে। অপরাজিত থেকে ক্রিজ ছাড়েন ১ রানের আক্ষেপ নিয়ে।

পাকিস্তানের ওয়াসিম জুনিয়র ও সুফিয়ান মুকিম ২টি করে উইকেট শিকার করেছেন।