নিশো ম্যাজিকে শো বাড়ল দাগি’র

SHARE

লম্বা বিরতি দিয়ে আবারও রাজকীয় প্রত্যাবর্তনে সিনেমায় ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এটি তার দ্বিতীয় সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের মাঝে সাড়া জাগাচ্ছে ‘দাগি’। প্রথমদিনেই ‘দাগি’ হাউজফুল।
আর দর্শক চাহিদা পূরণে এবার সুখবর দিল দাগি’র নির্মাতারা। শো বাড়ানো হলো দাগির।

সিনেমাটির প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল জানালেন, ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে সিনেমাটির ৩৪টি শো চলছিল। একদিন যেতে না যেতেই আরও ১০টি শো বাড়ানো হয়েছে।

আলফা আই থেকে আরও জানানো হয়, কেবল সিনেপ্লেক্সে গতকাল ৩৪টি শো ছিল। আজ রানিং রয়েছে ৪৪টি শো। তার মানে দশটি শো বাড়ছে। যদিও শো বাড়ানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ফেইক বলে উড়িয়ে দিচ্ছেন।
তবে প্রযোজনা প্রতিষ্ঠান অফিসিয়ালি জানিয়েছেন শো বেড়েছে এটাই সত্যি। কে ফেইক বললো না বললো সেটা ভাবার বিষয় না। যা সত্যি আমরা তাই জানিয়েছি।

সুরঙ্গ-এর পর নিশোর দ্বিতীয় সিনেমা ‘দাগি’। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।
ছবিতে নিশোর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। এছাড়া আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, মিলি বাশার, মনিরা আক্তার মিঠু, মেহের আশা, বাসার বাপ্পি, প্রীতি আলভী ও লুৎফর রহমান শিমন্ত সহ আরও অনেকে।

এবারের ঈদে মুক্তি পেয়েছে ছয়টি ছবি। যার মধ্যে শাকিব খানের ‘বরবাদ’ ও নিশোর ‘দাগি’ এগিয়ে আছে হল দখলের লড়াইয়ে। এ ছাড়া সিয়াম-বুবলীর ‘জংলি’ নিয়েও আছে দর্শক চাহিদা। আছে ‘চক্কর ৩০২’, ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া।