ভারতের পশ্চিমাঞ্চলে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো পাঁচজন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
গুজরাট রাজ্যের দিসা শহরের ওই কারখানায় মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে পাথর ও ধাতব টুকরা দূর-দূরান্তে ছড়িয়ে পড়ে।
সরকারি মুখপাত্র ঋষিকেশ প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘কারখানায় একটি বড় বিস্ফোরণের ফলে কংক্রিটের ছাদ ধসে পড়ে। এতে ১৮ জন নিহত ও পাঁচজন আহত হয়েছে।’
তিনি আরো জানান, কারখানাটি কোনো লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। কর্তৃপক্ষ ইতিমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
ভারতে আতশবাজি ব্যাপক জনপ্রিয়, বিশেষ করে হিন্দু ধর্মীয় উৎসব দীপাবলি ও বিয়ের অনুষ্ঠানে এগুলো ব্যাপকভাবে ব্যবহার করা হয়। কিন্তু অগ্নিনিরাপত্তাসংক্রান্ত বিধি-নিষেধ উপেক্ষা করার কারণে আতশবাজির কারখানাগুলোতে প্রায়ই বিস্ফোরণ ঘটে।
গত বছর মধ্য প্রদেশ রাজ্যে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ জন মারা গিয়েছিল। ২০১৯ সালে পাঞ্জাব রাজ্যে একই ধরনের বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়, আর একই বছরে উত্তর প্রদেশে আরেকটি বিস্ফোরণে ১০ জন প্রাণ হারায়।
সূত্র : এএফপি