ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিলিয়ান এমবাপ্পেও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি হবেন এমনটা গতকাল জানিয়েছেন কার্লো আনচেলত্তি। রিয়ালের কোচ সাবেক ও বর্তমান শিষ্যর মতো তুলনা টানলেও লিওনেল মেসির সঙ্গে এমবাপ্পের তুলনা করতে রাজি নন হুগো লরিস। ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক জানিয়েছেন, মেসি অদ্বিতীয়। তার সঙ্গে কারো তুলনাই চলে না।
প্রতিভার বিচারে মেসির কাতারে এমবাপ্পে থাকবেন কিনা এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম লা নাসিওনকে এমনটাই জানান লরিস। সবার থেকে আটবারের ব্যালন ডি’অর জয়ীকে আলাদা করে ফ্রান্সের সাবেক গোলরক্ষক বলেছেন, ‘এমবাপ্পে কি মেসির মতো? না, মেসি অদ্বিতীয়। তার সঙ্গে কারো তুলনা হয় না, এটা একেবারে অসম্ভব।’
২০২৬ বিশ্বকাপেও মেসি খেলবেন বলে বিশ্বাস করেন লরিস।
২০১৮ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছন, ‘আগামী বিশ্বকাপে মেসিকে ছাড়া আর্জেন্টিনা খেলবে এমনটা মনে হচ্ছে না। আমার মনে হয়, মেসি খেলবে। সে এখনো খেলছে এবং ফুটবল উপভোগ করছে। যদিও সিদ্ধান্তটা তার।
তবে আমরা অবশ্যই চাই সে খেলা চালিয়ে যাক। লিওর প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। আমার কাছে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে সে শীর্ষে। এতে কোনো সন্দেহ নেই। আমি সেই প্রজন্মের যারা লিওর বিপক্ষে খেলেছে এবং তার খেলা দেখেছে।