ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কয়েক সপ্তাহ চেষ্টা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি রাশিয়ার প্রেসিডন্টে ভ্লাদিমির পুতিনের ওপর ‘খুবই রাগান্বিত’ এবং ‘বিরক্ত’। খবর বিবিসির।
এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাসকে আক্রমণ করার জন্য তিনি পুতিনের ওপর ক্ষুব্ধ। যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
রয়টার্স লিখেছে, জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের সময় থেকেই ট্রাম্প রাশিয়ার প্রতি আরো সমঝোতামূলক অবস্থান নিয়েছিলেন। তিনি তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ শেষ করতে মধ্যস্থতা করার চেষ্টা শুরু করলে যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্ররা সতর্ক হয়ে উঠেছিল।
কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে অগ্রগতি আশানুরূপ না হওয়ায় ট্রাম্পের বাড়তে থাকা হতাশার প্রতিফলন ঘটেছে পুতিনকে নিয়ে তার এই তীক্ষ্ণ মন্তব্যে।
ট্রাম্প বলেছেন, যদি আমি ইউক্রেনের রক্তপাত বন্ধে একটি চুক্তি করতে না পারি আর আমার যদি মনে হয় এটা রাশিয়ার দোষ, তাহলে আমি তেলের ওপর দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপ করব, রাশিয়া থেকে আসা সমস্ত তেলের ওপর।
‘এটা হবে, যদি আপনি রাশিয়া থেকে তেল কেনেন, আপনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবেন না। সব তেলে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, সব তেলে ২৫ থেকে ৫০ পয়েন্ট শুল্ক।’