শুটিং করতে গিয়ে আহত বরুণ ধাওয়ান

SHARE

এই মুহূর্তে আসন্ন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর শুটিংয়ে ব্যস্ত বরুণ ধাওয়ান। হৃষীকেশের পাহাড়ি এলাকায় সেই ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা।

বলিউড সংবাদমাধ্যম বলছে, আঙুলে গুরুতর চোট পেয়েছেন তিনি। দুর্ঘটনার পরই দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিকভাবে নিজেকে সামলে নিয়েছেন অভিনেতা। শুধু তাই নয়, তার শারীরিক অবস্থার জন্য যাতে শুটিং কোনোভাবেই না আটকে থাকে সেদিকে কড়া নজর বরুণের।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত আঙুলের একটি ছবি দিয়ে বরুণ জানতে চেয়েছেন, আঙুল সারতে কত দিন সময় লাগবে?

গত ২২ মার্চ থেকে হৃষীকেশে শুরু হয়েছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর শুটিং। এতে বরুণের নায়িকা পূজা হেগড়ে।
শুটিংয়ের ফাঁকে ফাঁকে উভয়কেই সেখানকার নানা ছবি, ভিডিও সোশ্যালে শেয়ার করতে দেখা গেছে।

এর মাসখানেক আগে ‘বর্ডার ২’-এর শুটিং করতে গিয়ে আঙুলেই চোট পেয়েছিলেন বরুণ। গভীর ক্ষত হওয়ায় অনেক রক্তপাত হয়েছিল তার। সেই সময়েও শুটিং বন্ধ করেননি তিনি।
এদিনও চিকিৎসার পাশাপাশি আঙুলে বরফ ঘষতে দেখা যায় তাকে। চোট পাওয়া আঙুল ফুলে লাল! সেই ছবিও অভিনেতা ভাগ করে নিয়েছেন।