একাধিক সুযোগ মিসের আক্ষেপ নিয়ে বিরতিতে বাংলাদেশ

SHARE

হামজা চৌধুরীকে পেয়ে দারুণ উজ্জীবিত বাংলাদেশ দল। তার ছাপ পড়েছে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। কিন্তু একাধিক সুযোগ পেয়েও প্রথমার্ধে এগিয়ে যেতে পারেনি বাংলাদেশ। গোলশূন্য ড্রয়ে বিরতিতে যেতে হয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন হামজা। শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডারকে পেয়ে ভারতের গোলমুখে একের পর এক আক্রমণ করে বাংলাদেশ। তবে আক্রমণভাগের খেলোয়াড়দের ফিনিশিংয়ের অভাবে লিড নিতে পারেনি বাংলাদেশ।

কিক অফের পর পরেই ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।
তবে সেই অবিশ্বাস্য সুযোগ মিস করে বসেন মুজিবুর রহমান জনি। ম্যাচের প্রথম মিনিটে ভারতের গোলরক্ষক বিশাল কাইথ ভুল করে জনিকে পাস দেন। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও জালের পাশে শট মারেন বাংলাদেশের মিডফিল্ডার।

এমন সুবর্ণ মিসের পরে আরো কয়েকটি গোলের সুযোগ পায় বাংলাদেশ।
৯ মিনিটে যেমন ভারতের বক্সে থাকা শাহরিয়ার ইমন ফ্রি হেডের সুযোগ পেয়েও পোস্টের পাশ দিয়ে নেন। প্রথমবারের মতো একাদশে সুযোগ পাওয়া ইমন ১৮ মিনিটে আরেকটি হেডের সুযোগ পান। কিন্তু এবারও জাল বরাবর হেডটা নিতে পারেনি ইমন।

ইমনের দ্বিতীয় সুযোগের আগে হৃদয়ও দলকে এগিয়ে দিতে পারতেন। কিন্তু ১২ মিনিটের সময় শটটা প্রতিপক্ষের জালে রাখলেও গতি না থাকায় শেষ মূহূর্তে গোললাইন থেকে বলকে কর্নারের বিনিময়ে ভারতকে রক্ষা করেন ডিফেন্ডার শুভাশীষ রায়।
এবারও ভুলটি করেন ৭ বছর পর ভারতের গোলবারে দাঁড়ানো গোলরক্ষক বিশাল। গোলকিক নিলে তপুর পেছনে লেগে বাঁ প্রান্তে বল পান হৃদয়। ফাঁকা পোস্টে মাটি কামড়ানো শটটা না নিয়ে বাতাসে ভাসিয়ে মারলেই বাংলাদেশের নামের পাশে এক গোল থাকতে পারত। হৃদয়কে গোলের সুযোগ এনে দেওয়ার কিছুক্ষণ পরেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের অধিনায়ক তপুকে।

ভারত প্রথম কোনো ভালো সুযোগ পায় ৩০ মিনিটের সময়। বাঁ প্রান্ত থেকে লিস্টোন কোলোসোর এরিয়াল বলে উদান্তা সিং হেড নিলে বাংলাদেশের এক ডিফেন্ডার কোনো রকমে প্রতিহত করেন। তবে ফিরতি বল শট নেওয়ার দারুণ এক সুযোগ পায় ফারুক চৌধুরী। শটটা নিলেন কিন্তু পাওয়ার কম থাকায় তা তালুবন্দি করতে সমস্যা হয়নি গোলরক্ষক মিতুল মারমা।

বিরতিতে যাওয়ার ৪ মিনিট আগে বাংলাদেশকে লিড এনে দেওয়া সুযোগ পেয়েছিলেন জনি। কিন্তু সতীর্থের সঙ্গে দেওয়া-নেওয়া করে ডান প্রান্ত থেকে ভারতের বক্সে ঢোকার সময় শেষ স্পর্শ জোরে করায় গোলবার থেকে বেরিয়ে এসে গোলরক্ষক বিশাল দলকে রক্ষা করেন।