ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ছেলে এডিনহোকে অর্থপাচার মামলায় ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগও প্রমাণ হয়েছে বলে ওই রায়ে উল্লেখ করা হয়েছে।
রবিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মাদক চোরাচালান থেকে অর্জিত অর্থ পাচারের দায়ে তাকে এ দণ্ড দেয়া হয়েছে।
শনিবার দেশটির সাও পাওলো অঙ্গরাজ্যের উপকূলীয় শহর প্রাইয়া গ্রান্ডের আদালতের বিচারক এডিনহোর বিরুদ্ধে এ আদেশ দেন।
৪৩ বছর বয়সী এডিনহোর আসল নাম এডসন চোলবি দো নাসিমেন্তো। তিনি নিজেও একজন ফুটবলার।
বাবা পেলের পুরাতন ক্লাব সান্তোসে গোলকিপার হিসেবে খেলে ১৯৯০ সালে অবসর নেন।
বর্তমানে তিনি ওই ক্লাবটিরই গোলকিপিং কোচের দায়িত্ব পালন করছেন।
এর আগে, ২০০৫ সালে প্রথমবার মাদক পাচার ও ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার দায়ে কারাভোগ করেন এডিনহো।
তবে এডিনহো দাবি করেছেন, মাদকাসক্ত হলেও তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত নন।
এ দণ্ডাদেশের ব্যাপারে এডিনহোর আইনজীবী উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, তিনি এ দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে মনে করা হচ্ছে।