অভিনয়ে পা রাখলেন পঙ্কজকন্যা

SHARE

বলিউডের শক্তিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। নিজের অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন মুম্বাইয়ের শোবিজ অঙ্গনে। একসময় হোটেলে কাজ করা পঙ্কজ এখন বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে অন্যতম। এবার তার মেয়েও বাবার পথেই হাঁটলেন।
পা রাখলেন শোবিজ অঙ্গনে।

পঙ্কজ ত্রিপাঠি ও তাঁর স্ত্রী মৃদুলা ত্রিপাঠির মেয়ে আশি ত্রিপাঠি বিনোদন জগতে আত্মপ্রকাশ করলেন। মিউজিক ভিডিও ‘রং ডারো’-এর মাধ্যমে অভিনয়ের দুনিয়ায় পা রাখলেন আশি। মেয়ের নতুন পথচলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পঙ্কজ।
অভিনেতার মতে, তার মেয়ে বরাবরই পারফর্মিং আর্টসের প্রতি আকৃষ্ট ছিলেন।

আশির প্রথম মিউজিক ভিডিও দেখে আবেগাপ্লুত পঙ্কজ বলেন, ‘ওকে পর্দায় দেখা আমাদের জন্য সত্যিই বিশেষ ও গর্বের মুহূর্ত। আশি ছোট থেকেই পারফর্মিং আর্টসের প্রতি অনুরাগী ছিল, তাই ওকে প্রথম কাজেই এত স্বাভাবিক অভিব্যক্তি প্রকাশ করতে দেখে ভালো লাগছে। যদিও এটা ওর প্রথম কাজ, তবে ভবিষ্যতে ও কতদূর এগোয়, তা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি।

পঙ্কজের স্ত্রী মৃদুলা ত্রিপাঠিও মেয়ের কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “আমি চাইছিলাম আশি এমন কিছু করুক, যা তার শিল্পীসত্তার সঙ্গে মানানসই হয়। ‘রং ডারো’র মতো প্রাণবন্ত একটি প্রকল্পের অংশ হতে পেরে ও খুব আনন্দিত। পর্দায় ওর অভিব্যক্তি ও আবেগকে জীবন্ত হয়ে উঠতে দেখা আমাদের জন্য এক অনন্য অনুভূতি।”

বর্তমানে মুম্বইয়ের এক কলেজে পড়াশোনা করছেন আশি।
অভিনয়ের প্রতি ভালোবাসা থাকায় বাবার পথ অনুসরণ করেই ক্যামেরার সামনে আসার স্বপ্ন দেখছিলেন তিনি। সংগীত পরিচালক অভিনব ও কৌশিক যখন তার অভিনয়ের প্রস্তাব নিয়ে আসেন, তখন মৃদুলা বিষয়টি পঙ্কজকে জানান। অভিনেতাও মেয়ের সিদ্ধান্তকে সমর্থন করেন।

‘রং ডারো’ মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে ‘জার পিকচার্স’। এখানে আশিকে একজন মডেলের ভূমিকায় দেখা যায়, যেখানে তিনি এক চিত্রশিল্পীর অনুপ্রেরণা হয়ে ওঠেন। তার অভিব্যক্তি ও গতি ছবির তুলির টানকেও সুরের সঙ্গে মিশিয়ে দেয়। মৈনাক ভট্টাচার্য ও সঞ্জনা রামনারায়ণের কণ্ঠে গাওয়া এই গানে সুর দিয়েছেন অভিনব ও কৌশিক। ইতিমধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়া ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে জনপ্রিয় হয়ে উঠেছে।