কেউ বাদ নেই! ডেটিং প্রসঙ্গে কার্তিককে খোঁচালেন নোরা ফাতেহি

SHARE

সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল পঁচিশতম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা)। গত ৮ এবং ৯ মার্চ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে যেন তারার হাট বসেছিল। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর এবং কার্তিক আরিয়ান। তবে এই উৎসবের মাঝেই কার্তিক আরিয়ান আর নোরা ফাতেহির মধ্যে এমন এক ঘটনা ঘটে গেল, যা এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় কার্তিক আরিয়ানের একাধিক সম্পর্কের জল্পনার প্রসঙ্গ টেনে আনলেন বলিউড ডিভা নোরা ফাতেহি। মজা করে কার্তিকের সঙ্গে খুনসুটি করতে দেখা গেল তাঁকে।

বলিউডে সহ-অভিনেত্রীদের সঙ্গে বহু বারই নাম জড়িয়েছে কার্তিক আরিয়ানের। এই তালিকায় রয়েছেন সারা আলি খান থেকে অনন্যা পাণ্ডেও।
শোনা যায়, ‘লাভ আজ কাল’ সিনেমার শ্যুটিংয়ের সময়ই সারার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কার্তিক। অন্য দিকে আবার নতুন এক জল্পনায় শোনা যাচ্ছে যে, অনুরাগ বসুর আসন্ন সিনেমায় কাজ করছেন কার্তিক। সেই সিনেমায় সহ-অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে জড়িয়েছেন প্রেমের সম্পর্কে! এছাড়াও প্রায়ই গুঞ্জন ভেসে বেড়ায়, কার্তিকের ডেটিং নিয়ে। আর পুরস্কারের মঞ্চে সেই প্রসঙ্গ তুলেই খোঁচা দিলেন নোরা ফাতেহি! অ্যাওয়ার্ডের রাতের সেই অংশের ভিডিও এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, করণ আর কার্তিক অনুষ্ঠান সঞ্চালনা করছেন। দর্শক আসনের সামনের সারিতে বসেছিলেন নোরা। তাঁর দিকেই এগিয়ে যান করণ আর কার্তিক। মজা করে করণ নোরাকে প্রশ্ন করেন যে, ‘একটা ফার্স্টক্লাস টিকিটে কি তুমি লন্ডন যাবে?’ এর জবাবে নোরা বলেন, ‘আমি কি আপনার সঙ্গে যাচ্ছি?’ এক মুহূর্ত সময় নষ্ট না করে করণ বলেন, ‘আমি তো কার্তিকের বিষয়ে কথা বলছি।’

কার্তিক অবশ্য ব্যাখ্যা করে বলেন যে, তিনি কিংবা করণ কেউই নোরার সঙ্গে যাবেন না।
তবে অভিনেত্রীর লন্ডন সফর পুরোপুরি ভাবে স্পনসর করা হবে। এরপর করণ আবার মজাচ্ছলে নোরার রিলেশনশিপ স্ট্যাটাসের বিষয়ে জানতে চান। মনে করে অভিনেত্রী বলেন যে, আগের রাতে তো বলেই দিয়েছিলেন যে, তিনি সিঙ্গেল। তবে প্রসঙ্গ ঘুরিয়ে কার্তিকের উদ্দেশ্যে নোরা প্রশ্ন করেন যে, ‘এই ইন্ডাস্ট্রিতে কি এমন কেউ রয়েছেন, যাকে আপনি ডেট করেননি?’ নোরার মতে, ইন্ডাস্ট্রিতে কেউই বাদ নেই যার সঙ্গে কার্তিক ডেটিং করেননি! বিষয়টাকে অবশ্য কার্তিক ঝেড়ে ফেলার চেষ্টা করে বলেন, উনি তো একটা প্রশ্নই করেছেন শুধু!

অন্যদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কার্তিক-শ্রীলীলার ডেটিংয়ের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন খোদ অভিনেতার মা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি অভিনেত্রী না কি চিকিৎসক পুত্রবধূ চান? তিনি অবশ্য চিকিৎসক পুত্রবধূই বেছে নিয়েছিলেন। এদিকে শ্রীলীলার আবার এমবিবিএস ডিগ্রিও রয়েছে। এমনকী, কার্তিকের পারিবারিক অনুষ্ঠানেও যোগ দিতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। তাই দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না নেটিজেনরাও। কারণ এই জুটিকে সামনে আশিকি থ্রি’তে দেখা যাবে পর্দায়। তাই তাদের ভেতরের আশিকি নিয়ে কানাঘুষাও জোরদারই হচ্ছে বলা যায়।