এখন আরো বেশি আবেদনময়ী, দুনিয়া কাঁপাতে পারি: কারিনা

SHARE

প্রেমের সম্পর্কে বিচ্ছেদের প্রায় ১৮ বছর পর এক মঞ্চে একসঙ্গে দেখা গেছে শাহিদ কাপুর ও কারিনা কাপুরকে। একে অপরের সঙ্গে কথা বলেছেন, হাসাহাসি করেছেন। এমনকি জড়িয়েও ধরেছেন। হিসাব বলছে তখন কারিনার বয়স ২৭ বছর।
এর পর ২০১২ সালে তিনি বিয়ে করেন সাইফ আলি খানকে। এবার কারিনা বললেন, ‘২০ দশকে আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুখী।’

সম্প্রতি হলিউড অভিনেত্রী জিলিয়ন অ্যান্ডারসনের সঙ্গে এক একান্ত কথোপকথনে পাওয়া যায় কারিনাকে। সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে তারকাদের ‘কসমেটিক সার্জারি’-র প্রসঙ্গ।

জিলিয়ন দাবি করেন, চলচ্চিত্র জগৎ তাদের বাধ্য করছে এ ধরনের কৃত্রিম পদ্ধতি অবলম্বন করতে। তিনি বলেন, ‘এমন বহু অভিনেতাকেই দেখা যাবে যারা কোনও নির্দিষ্ট বয়সে নিজেদের চেহারাকে বেঁধে ফেলতে চেয়েছেন। তার জন্য আবার নানা রকম কথাও শুনতে হয়েছে।’

এ বিষয়েই কারিনা কাপুর বলেন, ‘আমার মনে হয় এটা ব্যক্তিগত পছন্দের বিষয়।
আমি তো ওই বলিরেখাগুলি দেখতেই ভালবাসি। আমার মনে হয় এতে আমাকে দেখতে আরও আবেদনময়ী লাগে। আমি তো এই মধ্য চল্লিশে এসে আরও বেশি সুখী মনে করি নিজেকে, অন্তত ২০-৩০ বছরে যেমন ছিলাম, তার চেয়ে। এই স্বাভাবিক প্রক্রিয়াকে মেনে নিতে চাই। এখনো অতটা বয়স হয়ে যায়নি, আর আমি এখনও দুনিয়া কাঁপাতে পারি।

কারিনা কাপুরকে সর্বশেষ দেখা গেছে, ‘বাকিংহাম মার্ডারস’ এবং ‘সিংহাম এগেইন’ ছবিতে। এর পর তাকে দেখা যাবে মেঘনা গুলজারের ছবিতে। সে ছবির নাম এখনও স্থির হয়নি।