চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লিভারপুল। তবে পিএসজির বিপক্ষে হারের এই ম্যাচকে ‘সবচেয়ে সুন্দর ম্যাচ’ হিসেবে বর্ণনা করেছেন লিভারপুলের কোচ আর্নে স্লট। এটিকে নিজের কোচিং ক্যারিয়ারের সেরা ম্যাচ বলছেন তিনি।
গত সপ্তাহে প্যারিসে ১-০ ব্যবধানে হারের পর অ্যানফিল্ডে উসমান দেম্বেলের গোলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে পিএসজি।
গোল স্রেফ একটি হলেও ফুটবলের মান, আক্রমণ ও প্রতিআক্রমণ, সবকিছুতে এই ম্যাচ ছিল দারুণ দর্শনীয়। ম্যাচ শেষে লিভারপুল কোচও তুলে ধরলেন সেই দিকটিই।
অ্যামাজন প্রাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্লট বলেন, ‘এটি ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর ফুটবল ম্যাচ। অবিশ্বাস্য পারফরম্যান্স ছিল, বিশেষ করে গত সপ্তাহের ম্যাচের তুলনায়।
আমরা নিখুঁত খেলা খেলেছিলাম, তবে গোল করতে পারিনি। গত সপ্তাহে পিএসজিও এমনই খেলেছিল, কিন্তু তারা গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে তারা হয়তো আমাদের চেয়ে কিছুটা ভালো খেলেছে। হয়তো আমাদের ভাগ্য সহায় ছিল না, কারণ ব্যবধান খুবই কম ছিল।
’
পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, ‘দুই দলই পরবর্তী পর্বে যাওয়ার যোগ্য ছিল। এখানে লিভারপুল আমাদের চেয়ে ভালো খেলেছে, কিন্তু আমি মনে করি আমার দল আনফিল্ডে অসাধারণ ছিল।’
লিভারপুল অধিনায়ক ভারজিল ভ্যান ডাইক বলেন, ‘আমরা ভালো খেলেছি এবং যতদূর সম্ভব যেতে চেয়েছিলাম, তবে জানতাম প্যারিসের বিরুদ্ধে খেলা খুবই কঠিন হবে। প্যারিসে আমাদের সময়টা কঠিন ছিল, কিন্তু আমরা জিতেছিলাম। আজ লিভারপুল দুর্দান্ত ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা প্রতিযোগিতা থেকে ছিটকে গেছি।
এই হারে ট্রেবল জয়ের স্বপ্ন শেষ হয়ে গেলো লিভারপুলের। তবে এখনও ঘরোয়া ডাবল জয়ের সুযোগ রয়েছে তাদের। ১৫ পয়েন্টের লিড নিয়ে প্রিমিয়ার লিগ জয়ের পথে এবং রবিবার নিউক্যাসলের বিরুদ্ধে কারাবাও কাপ ফাইনাল খেলবে অল রেডরা।