সপ্তাহ ঘুরে আবার মাদ্রিদ ডার্বির রোমাঞ্চ। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ফিরতি পর্বে আজ রাতে মেট্রোপলিটানো স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল ও অ্যাতলেতিকো। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণে খানিকটা এগিয়ে আছে লসব্লাংকোরা। অ্যাতলেতিকোর মাঠে ড্র করলেও কার্লো আনচেলোত্তির দল পৌঁছে যাবে শেষ আটে।
বিপরীতে অতিরিক্ত সময়ে ম্যাচ টেনে নিতেও অন্তত এক গোলের ব্যবধানে জিততে হবে রোজিব্লাংকোসদের।
ইতিহাস, ঐতিহ্য, রেকর্ড—সব কিছু পক্ষে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফলতম দল রিয়ালের। ইউরোপের অভিজাত এই ক্লাব আসরে মাদ্রিদ ডার্বি মানেই তো লস ব্লাংকোদের জয়োৎসব। পাঁচবার নগর প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়ে তারা জিতে মাঠ ছেড়েছে প্রতিবার।
এর মধ্যে ২০১৪ সালে লিসবনে এবং দুই বছর পর মিলানের ফাইনালে অ্যাতলেতিকোকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। এ ছাড়া ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে এবং ২০১৭ সালে সেমিফাইনাল থেকে অ্যাতলেতিকোকে বিদায় করেছিল লস ব্লাংকোরা। শেষ আটের টিকিট কাটতে হলে এই বিবর্ণ অতীত বদলে দিয়ে সাফল্যের নতুন গল্প লিখতে হবে অ্যাতলেতিকোকে।
অ্যাতলেতিকো কি পারবে ইউরোপে রিয়ালের রাজত্বের অবসান ঘটিয়ে শেষ আটের টিকিট কাটতে? ফিরতি পর্বের লড়াই নিজেদের সমর্থকদের সামনে খেলবে বলে দারুণ আশাবাদী দলের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে, ‘আমাদের সমর্থকরা আমাদের সামনে এগিয়ে দেয়, তারা শক্তি জোগায়, তাদের সমর্থনে প্রচেষ্টাগুলো সহজ হয়ে যায়।
তাদের সমর্থন আমাদের আবার দরকার। আমরা এখনো টিকে আছি। সম্ভবত বুধবার (আজ) ভালো একটি রাত কাটবে আমাদের।’ কিন্তু অতীত রেকর্ডের পাশাপাশি সাম্প্রতিক ফর্ম তাদের হয়ে একদম কথা বলছে না। লা লিগার সর্বশেষ ম্যাচে গেতাফের মাঠে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে আজ তারা মুখোমুখি হচ্ছে রিয়ালের।
আর্সেনালের কাজ অপেক্ষাকৃত অনেক সহজ। পিএসভির মাঠ থেকে ৭-১ গোলের জয় নিয়ে ফিরেছিল গানাররা। ফিরতি পর্বে তারা আবার খেলবে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। আর্সেনালের বিদায়ঘণ্টা বাজিয়ে শেষ আটে উঠতে হলে তাই অলৌকিক কিছু করতে হবে পিএসভিকে। সুবিধেজনক অবস্থানে থেকে ক্লাব ব্রুজর মুখোমুখি হবে আরেক ইংলিশ জায়ান্ট অ্যাস্টন ভিলাও। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছিল তারা। নিজ মাঠ ভিলা পার্কে আজ রাতে ন্যূনতম ব্যবধানে হারও তাদের পৌঁছে দেবে পরের রাউন্ডে।