তবু অটুট থাকবে তামান্না-বিজয়ের বন্ধুত্ব

SHARE

শুরুর দিকে প্রেমের গুঞ্জন ছিল। পরে নিজেরাই স্বীকার করেছেন। প্রকাশ্যেই রচনা করেছেন প্রেমের উপাখ্যান। তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার সেই আলোচিত প্রেম আর নেই।
পিঙ্কভিলার প্রতিবেদনে উঠে এসেছে এমনই খবর। সূত্রের মতে, কয়েক সপ্তাহ আগে সম্পর্কে ইতি টেনেছেন তাঁরা। তবে প্রেম-অধ্যায় শেষ হয়ে গেলেও পারস্পরিক বন্ধুত্ব বজায় রাখবেন তামান্না ও বিজয়। কাজ করবেন পেশাদারির সঙ্গে।

অ্যান্থলজি ছবি ‘লাস্ট স্টোরিস ২’তে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান তামান্না-বিজয়। ২০২৩-এ ছবিটি মুক্তির সময় প্রকাশ্যে আসে সেই প্রেম। একাধিক সাক্ষাৎকারে বিজয় স্পষ্ট জানিয়েছেন, তাঁরা সম্পর্ক লুকিয়ে রাখতে চান না। তবে ব্যক্তিগত মুহূর্তগুলো অবশ্যই নিজেদের কাছেই রাখেন।
তাঁর মতে, সম্পর্ক নিয়ে লুকোছাপা করতে বাড়তি চিন্তা ও শ্রম দিতে হয়। যেটা অপ্রয়োজনীয়। শোনা যায়, বিয়ের চিন্তা-ভাবনাও করেছিলেন তাঁরা। তবে পরিণতির আগেই থেমে গেল তাঁদের প্রেমময় পথচলা।