শিক্ষাব্যবস্থা নিয়ে যে স্বপ্নের কথা জানালেন নতুন উপদেষ্টা

SHARE

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। বুধবার (৫ মার্চ) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নেওয়ার পরেই তিনি সচিবালয়ে যান। সেখানে সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নতুন শিক্ষা উপদেষ্টা বলেন, আমি মনে করি, শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ বাহন ।
আমি এমন এক শিক্ষাব্যবস্থার কথা ভাবি, যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্মউন্নয়নের উপর্যুক্ত পথ। যা হবে আর্থসামাজিক উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উৎকর্ষে সহায়ক। এছাড়াও যা হবে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পর্ণ নাগরিক তৈরির উপায়।’

তিনি আরো বলেন, ‘আমি এমন শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখি, যেখানে আমাদের শিক্ষার্থীরা দেশের ভিতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দিবে।
সেটা হয়তো একদিনে হবে না, তবে ভিত্তি তৈরি করার জন্য কাজ চলবে। ইতোমধ্যে সেই কাজ শুরু করে গেলেন সদ্য বিদায়ী উপদেষ্টা।’