ইসরায়েলি হামলায় গাজার রাফা শহরে অন্তত দুজন নিহত ও খান ইউনিসে তিনজন আহত হয়েছে। এ ঘটনায় ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা সৃষ্টি করেছে।
বাসিন্দারা জানিয়েছে, ইসরায়েলি ট্যাংকগুলো গাজার পূর্ব ও দক্ষিণ সীমান্তে গুলি চালিয়ে পরিস্থিতি আরো উত্তপ্ত করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, এ সময় রাফা ও খান ইউনিসে ইসরায়েলি ড্রোন ও হেলিকপ্টার হামলায় দুজন নিহত ও তিনজন আহত হয়।
এদিকে চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়ে গিয়েছে। পরবর্তী পরিকল্পনা নিয়ে কোনো চুক্তি হয়নি। হামাস বলছে, দ্বিতীয় ধাপের শুরুতে ইসরায়েলি বাহিনীর স্থায়ী প্রত্যাহার ও যুদ্ধের সমাপ্তি হওয়া উচিত। তবে ইসরায়েল অস্থায়ীভাবে এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব দিয়েছে, যার বিপরীতে হামাসকে আরো কিছু বন্দি ছাড়াতে হবে, কিন্তু গাজার ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো আলোচনা হবে না।
এদিকে ইসরায়েল রবিবার গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। এর ফলে প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে করে গাজাবাসী খাবারের সংকটে পড়েছে। গাজার বাসিন্দারা জানিয়েছে, এক ব্যাগ আটার দাম এখন আগের তুলনায় দ্বিগুণ।
এই পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এই সংকট সমাধানে দ্রুত এলাকায় ফিরে আসবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র : রয়টার্স