ইসরায়েলের কাছে ৪ মৃতদেহ হস্তান্তর করেছে হামাস

SHARE

শত শত ফিলিস্তিনি বন্দির বিনিময়ে গাজা থেকে চার ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তর করেছে হামাস। ৭ অক্টোবর ২০২৩ সালের হামলায় তাদের ধরে নিয়ে গিয়েছিল হামাস। তারা হলেন— মনসুর (৮৬), ওহাদ ইয়াহালোমি (৫০), সাচি ইদান (৫০) এবং ইতজিক এলগারাত (৬৯)।

হস্তান্তর করা মৃতদেহগুলো তাদেরই কি না তা নিশ্চিত করার জন্য ডিএনএ নমুনা পরীক্ষা করে দেখছে ইসরায়েল।
আজ বৃহস্পতিবার ভোরে ইসরায়েল ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে শুরু করে। বহু মুক্তিপ্রাপ্ত বন্দিকে পশ্চিম তীর এবং গাজায় ফিরিয়ে আনা হয়, সেখানে জনতা তাদের স্বাগত জানায়। এটি যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের চূড়ান্ত বিনিময় এবং আগামী শনিবার শেষ হওয়ার কথা।

বিনিময়ের অংশ হিসেবে ফেরত আসা চারটি মৃতদেহের ডিএনএ পরীক্ষার ফলাফল এখনো নিশ্চিত করেনি ইসরায়েল।

প্রাথমিক পরীক্ষাগুলো ইসরায়েল-গাজা সীমান্তের কাছাকাছি হওয়ার কথা ছিল এবং পরে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, সেগুলো তেল আবিবের একটি ফরেনসিক ল্যাবরেটরিতে স্থানান্তরিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার ইসরায়েলি শিরি বিবাসের মৃতদেহের পরিবর্তে গাজার এক ফিলিস্তিনি নারীর মৃতদেহ হামাস ইসরায়েলের কাছে হস্তান্তর করার পর ইসরায়েলে ক্ষোভের সৃষ্টি করে। হামাস বলেছে, তারা ভুলে এ শনাক্তটি করেছিল এবং পরে বিবাসের মৃতদেহ বলে নিশ্চিত হওয়া অন্য লাশ ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়।

রয়টার্স সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত ছবিতে বুধবার গভীর রাতে পশ্চিম তীরের ওফের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী একটি বাস দেখা গেছে।
পরে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী একটি বাস রামাল্লাহ সাংস্কৃতিক প্রাসাদের একটি চেকপয়েন্টে পৌঁছায়, যেখানে তাদের মুক্তি উদযাপনের জন্য বিশাল জনতা জড়ো হয়েছে।

গাজার খান ইউনিসের একটি হাসপাতালের বাইরে কয়েক ডজন ফিলিস্তিনি বন্দিকে বাস থেকে নামতে দেখা গেছে।
মুক্তি পাওয়া প্রত্যাশিত ফিলিস্তিনি বন্দিদের মধ্যে রয়েছে যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক ৪০০ জনেরও বেশি গাজাবাসী এবং ইসরায়েলি কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৫০ জন বন্দি।

পশ্চিম তীরের ওফের কারাগারের পাশাপাশি ইসরায়েল আগে বলেছিল, দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগার থেকেও বন্দিদের মুক্তি দেওয়া হবে। হামাস পরিচালিত বন্দিদের মিডিয়া অফিস জানিয়েছে, গাজার একটি হাসপাতাল মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে।

সূত্র : বিবিসি