প্রেম পেল পূর্ণতা, বিয়ের মঞ্চে কাঁদলেন মেহজাবীন

SHARE

দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবের সঙ্গেই অবশেষে বিয়ে সারলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গতকাল ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে রবিবার একই ভেন্যুতে গায়েহলুদ হয় তাদের।

বিনোদন অঙ্গনে এই জুটির সম্পর্ক অনেকটা ‘ওপেন সিক্রেট’ থাকলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা।
অবশেষে গুঞ্জনই সত্যি হলো। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্‌দ সম্পন্ন করেন তারা। আর গতকাল সম্পন্ন হলো বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের অনুষ্ঠান থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তাতে দেখা যায়, রাজীবকে জড়িয়ে ধরে চোখের জল আর ধরে রাখতে পারেননি মেহজাবীন।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, মেহজাবীনের পরনে সাদা লেহেঙ্গা ও আদনানের পরনে খয়েরি শেরওয়ানি। বিয়ের মঞ্চে তাদের দুজনের উজ্জ্বল উপস্থিতি। এ সময় তাদের সামনে অতিথিরাও উপস্থিত।
আশপাশে সাদা ও গোলাপি ফুলে সেজে উঠেছে ওয়েডিং থিম। এ সময় মঞ্চে দাঁড়িয়ে মেহজাবীন ও রাজীব। দুজনে একে অপরের হাত ধরে অতিথিদের সঙ্গে হাসি বিনিময় করলেন এই তারকা যুগল। সঙ্গে অতিথি-দর্শকরাও খুব উচ্ছ্বসিত! তাদের বিশেষ এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সবার হাতে হাতে ফোন। এমন সময় রাজীবকে কাছে টেনে গাল ছুঁয়ে দেন মেহজাবীন।
এরপর মেহজাবীনের দুটি হাত শক্ত করেই ধরেন রাজীব। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন তারা।

দেখা যায়, রাজীবকে জড়িয়ে ধরার সঙ্গে প্রচণ্ড আপ্লুত হয়ে পড়েন মেহজাবীন। একপর্যায়ে মুখ চেপে কান্না শুরু করে দেন মেহজাবীন! অনেক চেষ্টা করেও যেন সেই আবেগ ধরে রাখতে পারছিলেন না অভিনেত্রী। এ সময়ই রাজীব হাসি দিয়ে মেহজাবীনের গালে আদুরে স্পর্শ করলেন, মুছে দিলেন তার অশ্রুসিক্ত চোখ, আর সঙ্গে সঙ্গেই সে সময় হেসে দিলেন মেহজাবীনও।

মেহজাবীন-রাজীবের এমন মুহূর্ত দেখে তাদের অতিথিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। আর ভিডিওটি ভাইরাল হতে আপ্লুত হয়ে পড়েন ভক্ত-অনুরাগীরাও।

২০১২ সালে প্রথম সাক্ষাৎ হয় মেহাজাবীন ও আদনান আল রাজীবের। এরপর প্রেম। তবে প্রকাশ্যে স্বীকার না করলেও গুঞ্জনটা ছিল বহুদিনের। কিছুদিন আগে বিয়ের ঘোষণা দিয়ে অবশেষে বিয়ে সারলেন এ জনপ্রিয় জুটি। দীর্ঘ ১৩ বছরের প্রেম অবশেষে পূর্ণতা পেল।