একটি সিনেমায় অভিনয় করেই যিনি এ দেশের সিনেমাপ্রেমী দর্শকের মনে নিজের নামটি গেঁথে রেখেছেন, তিনি হচ্ছেন অভিনেত্রী ফারহানা মিলি। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ঢাকার নবাবগঞ্জের মেয়ে মিলি এখন অবশ্য অভিনয়ে নিয়মিত নন। তবে অসংখ্য ভক্ত অনুরাগীর পছন্দের তালিকায় আজও রয়েছেন তিনি। আজ সেই ফারহানা মিলির জন্মদিন।
জন্মদিনের বিশেষ দিনটি পরিবারের সঙ্গেই উদযাপন করবেন ফারহানা মিলি। তার একমাত্র ভাই বিপুল কিছুদিন আগে কানাডায় চলে গেছেন। এবারের জন্মদিনে ভাইকে মিস করবেন। স্বামী, একমাত্র সন্তান রুসলান ও মা-বাবাকে সঙ্গে নিয়েই জন্মদিন কেটে যাবে বলেই জানালেন অভিনেত্রী।
জন্মদিন ও অভিনয় জীবন প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘জন্মদিন নিয়ে কিন্তু কখনই আমার বিশেষ কিছু করার কোনো পরিকল্পনা ছিল না। তবে ছোটবেলার জন্মদিনের কথা বিশেষভাবে তো মনে পড়েই। এখন এ দিনকে ঘিরে আমার একমাত্র সন্তান রুসলানের আগ্রহটা বেশি। খুব সাদাসিদেভাবেই কেটে যায় দিনটি।
শুধু দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। বেশ কিছুদিন ধরেই অভিনয় করছি না। হয়তো গল্প ভালো লাগলে চরিত্র মনের মতো হলে সেটা করতেও পারি। অভিনয় ছেড়ে দিয়েছি, এমনটা নয়।’
২০০৯ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমায় ‘পরী’ চরিত্রে অনবদ্য অভিনয় করেন মিলি।
মনপুরা দিয়েই দর্শকের মন জয় করে নিয়েছিলেন। পরবর্তীতে আর কোনো সিনেমাতে অভিনয় না করলেও এই এক ‘মনপুরা’ সিনেমার কারণেই দর্শক তাকে বিশেষভাবে মনে রেখেছে। সিনেমাটিতে ফারহানা মিলির বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে মনপুরার দুর্দান্ত সাফল্যের পর মিলিকে আর সিনেপর্দায় দেখা যায়নি।