পেরুর উত্তরাঞ্চলে একটি ব্যস্ত শপিং সেন্টারের ফুড কোর্টের ছাদ ধসে অন্তত তিনজন নিহত ও প্রায় ৭৪ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছ।
ফায়ার ডিপার্টমেন্টের কমান্ডার গেলকি গোমেজ স্থানীয় সময় শুক্রবার আমেরিকা টিভিকে জানান, এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এ ছাড়া প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয় ২০ জন আহত হওয়ার খবর দিলেও স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্মকর্তা আনিবাল মোরিলো পরে আহতের সংখ্যা বেড়ে ৭৪-এ পৌঁছেছে বলে জানান।
মোরিলো আরপিপি রেডিওকে বলেন, ‘আমরা ৭৪ জন আহত ব্যক্তিকে হাসপাতাল ও ক্লিনিকে সরিয়ে নিয়েছি, যাদের মধ্যে ১০টি শিশু। ১১ জন গুরুতর আহত হয়েছে।’
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের সময় শপিং মলের ফুড কোর্টে অনেক পরিবার অবস্থান করছিল। ছাদ ধসের ঘটনাটি ঘটেছে রিয়াল প্লাজা শপিং কমপ্লেক্সে, যা তৃতীয় বৃহত্তম শহর ত্রুজিয়োতে অবস্থিত।
এই শহরটি রাজধানী লিমা থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
উদ্ধারকাজ চলমান রয়েছে। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করতে শতাধিক উদ্ধারকর্মী ও পুলিশ সদস্য কাজ করছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ান হোসে সান্তিভানেজ ধারণা দিয়েছেন, ধসে পড়া ছাদের আকার ছিল ৭০০ থেকে ৮০০ বর্গমিটার।
কানাল এন টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘আমাদের হাইড্রলিক ক্রেন দরকার ছাদের সেই অংশগুলো সরানোর জন্য, যা এখনো সরানো হয়নি, কারণ তা অত্যন্ত ভারী। এতে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে এবং যারা এখনো আটকা পড়ে আছে, তাদের বের করে আনা যাবে।’
আঞ্চলিক জরুরি অভিযান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ছাদ ধসের ঘটনা ঘটে স্থানীয় সময় রাত ৮টা ৪১ মিনিটে। তবে এটি জানানো হয় প্রায় আধা ঘণ্টা পর।