এমাপ্পের হ্যাটট্রিকে সিটির বিদায়, শেষ ষোলোয় রিয়াল

SHARE

সান্তিয়াগো বার্নাব্যুতে প্লে-অফের দ্বিতীয় লেগে নামার আগে সিটি কোচ গার্দিওলা বলেছিলেন তাদের জেতার সম্ভাবনা এক শতাংশ। পরে অবশ্য তার সেই কথা থেকে সরে আসছিলেন বটে, কিন্তু প্রথম কথাই যেন সত্যি হলো। কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারল না পেপ গার্দিওলার শিষ্যরা। কিলিয়ান এমবাপ্পের অসাধারণ হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে শেষ ষোলোয় জায়গা পাকা করেছে রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্লে-অফের দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এতে দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোয় নাম লেখাল রিয়াল।

এদিন আর্লিং হালান্ড-কেভিন ডি ব্রুইনাদের বেঞ্চে রেখে একাদশ সাজায় গার্দিওলা। তার চরম মূল্যও দিতে হয় ৫ মিনিটের মধ্যে গোল খেয়ে।
নিজেদের অর্ধ থেকে রাউল অ্যাসেনসিওর বাড়ানো বল দুই ডিফেন্ডারকে ছিটকে দিয়ে সিটি গোলরক্ষক এডারসনের মাথার ওপর দিয়ে বলে জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে। ৩৩ মিনিটে সিটির জালে দ্বিতীয়বার বল জড়িয়ে সিটির সম্ভাবনা এক শতাংশ থেকে শূন্যতে নামিয়ে দেন ফরাসি স্ট্রাইকার। জোড়া গোল নিয়েই বিরতিতে যায় রিয়াল।

বিরতির পরও ম্যাচে ফেরার সুযোগ তৈরি করতে পারেনি সিটি।
৬১তম মিনিটে উল্টো হ্যাটট্রিক করে সিটির বিদায় ঘন্টা অনেকটাই নিশ্চিত করে দেন এমবাপ্পে। রিয়ালের হয়ে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক, চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২১তম।

দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে পিছিয়ে পড়া সিটি অন্তিম সময়ে ব্যবধান কমান নিকোর গোলে। তাতে তো আর বিদায় ঠেকানো যায়নি সিটির। প্লে-অফেই শেষ হয় তাদের চ্যাম্পিয়নস লিগ যাত্রা।

পিএসজি ১০-০ গোলের জয়ে শেষ ষোলোতে

অন্য ম্যাচে ব্রেস্তেকে ৭-০ গোলে হারিয়েছে পিএসজি। প্রথম লেগে ৩-০ গোলে জিতেই শেষ ষোলো একরকম নিশ্চিত করে রেখেছিল পিএসজি। তবে গত রাতে ঘরের মাঠে পিএসজি ব্রেস্তের জালে বড় বল জড়িয়েছে ৭ বার। দুই লেগ মিলিয়ে প্লে অফে পিএসজির জয় ১০-০ গোলে। এই জয়ের পথে একটি রেকর্ডও গড়েছে পিএসজি। এই ম্যাচে পিএসজির ৭ টি গোল করেছেন ৭ জন আলাদা খেলোয়াড়। যা চ্যাম্পিয়নস লিগের মঞ্চে প্রথমবার ঘটল।

1

জুভেন্টাসকে বিদায় করল পিএসভি

ঘরের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জিতে শেষ ষোলা মনে হচ্ছিল সহজে জায়গা পাবে জুভেন্টাস। কিন্তু পিএসভি তাদের মাঠে ৩-১ গোলে জিতে জুভেন্টাসের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে। দুই লেগ মিলিয়ে পিএসভির জয় ৪-৩ গোলে শেষ ষোলোয় পৌছে যায় পিএসভি।

শেষ ষোলোয় ডর্টমুন্ড

ঘরের মাঠে একটি ড্র করেই শেষ ষোলো নিশ্চিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড। স্পোর্তিং লিসবনের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে জিতে অনেকটাই নির্ভার ছিল বরুসিয়া ডর্টমুন্ড। আজ দ্বিতীয় লেগে কিংবা ন্যুনতম ২-০ গোলের হারই ছিল যথেষ্ট ছিল। ম্যাচটা অবশ্য ড্র হয়েছে। আর তাতেই দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতে শেষ ষোলোয় পৌছেছে ডর্টমুন্ড।