পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

SHARE

পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি পুরোপুরি উঠিয়ে দেয়া বা সহজ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার, (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও অভিযোগ গ্রহণে ৯৯৯ কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি পুরোপুরি উঠিয়ে দেয়া বা সহজ করতে উদ্যোগ নেয়া হবে।’ এছাড়া পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে এখন থেকে ৯৯৯ এ জানানোর নির্দেশ দেন তিনি।

এছাড়া র্যাব বিলুপ্তি, বিজিবিকে শুধু সীমান্ত রাখা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে রাখার বিষয়ে জাতিসংঘ যে প্রস্তাব করেছে সে বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, সরকার জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়াসহ ১৪টি দেশের নাগরিকরা এখন থেকে অনলাইনে ১০ মিনিটে ৩০ দিনের জন্য ওয়ান অ্যারাইভ্যাল ভিসা পাবেন। যার জন্য কার্ড এবং ক‍্যাশ দুই পদ্ধতিতেই পেমেন্ট করা যাবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।